জেনে নিন তুলসী গাছ সবুজ ও তরতাজা রাখার টিপস

banner

#Pravati Sangbad Digital Desk:

হিন্দু শাস্ত্রমতে তুলসী গাছকে মা লক্ষ্মী ও বিষ্ণু প্রিয়ার রূপ বলে মনে করা হয়। তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যেকোনো পূজা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। ধর্মীয় কাজে তুলসীর ব্যবহার করা ছাড়াও এই তুলসী পাতায় আবার অনেক ঔষধি গুণ রয়েছে, সর্দি কাশিতে এটি খুবই উপকারী। শাস্ত্রমতে বলা হয় তুলসী গাছ লাগালে ঘরে সুখ এবং সমৃদ্ধি বাড়ে। বাড়িতে লাগানো তুলসী গাছ অনেক সময়ই শুকিয়ে যায়, শাস্ত্রমতে বাড়িতে এই তুলসী গাছ শুকানো অশুভ মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শুকনো তুলসী নদী বা জলাশয়ে ভাসিয়ে দেওয়া উচিত। এর পর ঘরে আরেকটি তুলসি গাছ লাগানো উচিত। তবে তুলসী গাছ লাগানোর সময় নিম্নলিখিত এই বিষয়গুলো মাথায় রাখুন, তাহলে তুলসী গাছ কখনই শুকিয়ে যাবে না। চলুন জেনে নেওয়া যাক তুলসী গাছকে সবুজ ও তরতাজা রাখার টিপস:
তুলসী গাছের জন্য  সঠিক মাটি  নির্বাচন  করতে হবে 
ধর্মীয় বিশ্বাস অনুসারে, তুলসী গাছ শুকানোর ফলে জীবনে দুর্ভাগ্য আসতে পারে। আপনি যদি চান যে তুলসী গাছটি শুকিয়ে না যায়, তবে এটির জন্য সঠিক মাটি বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ।  তুলসীর জন্য লাল বা বেলে মাটি সবচেয়ে ভালো।
মাটিতে গোবর  মেশাতে হবে 
গরুর গোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি উদ্ভিদের জন্য খুবই ভালো। তবে তুলসীতে  সরাসরি  তাজা  গোবর দেবেন না।বরং শুকিয়ে গুঁড়োর মতো করে মাটিতে   মেশান । এতে প্রতি মরসুমে তুলসী গাছ সবুজ থাকবে এবং গাছে অনেক পাতাও আসবে।
তুলসীতে জল দেওয়ার সময়  যে বিষয়গুলি মনে  রাখতে হবে 
এমনটা বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার তুলসী গাছে কাঁচা দুধ দিয়ে জল দেওয়া উচিত। কথিত আছে, এতে করে তুলসীতে আর্দ্রতা অনেকক্ষণ থাকে। এছাড়াও তাকে সবসময় সবুজ দেখায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে রবিবারে তুলসীতে জল দেওয়া উচিত নয়।  আবার বর্ষাকালেও তুলসীতে জল দেওয়া উচিত নয়। কারণ  এই সময় গাছ বৃষ্টির জল পায়  তারপরও জল দিলে  সেই জল গাছের  মূলকে  নষ্ট করে দেয় ।
তুলসী গাছকে পোকামাকড় থেকে রক্ষা  করতে হবে 
তুলসী গাছে সাধারণত কোনো পোকামাকড় থাকে না, তবে আপনি যদি আপনার বাড়ির তুলসী গাছে কোনোরকম পোকামাকড় খুঁজে পান, তাহলে নিম তেলের স্প্রে ব্যবহার করতে পারেন গাছের ক্ষেত্রে খুবই উপকারী। এক লিটার জলে ১০ ফোঁটা নিমের তেল মিশিয়ে গাছের পাতায় স্প্রে করুন, তাহলে পোকামাকড়ের সমস্যার সমাধান হবে।
তুলসী গাছকে সবসময় পরিষ্কার রাখতে হয়।
তুলসী গাছকে সবসময় পরিষ্কার রাখতে হবে 
যেখানে তুলসী গাছ লাগানো হয়েছে তার চারপাশে সম্পূর্ণ পরিচ্ছন্নতা বজায় রাখুন। যে স্থানে তুলসী রাখা হয় সেখানে কোনও প্রকার ময়লা থাকা উচিত নয়। এতে  সংসারের  অকল্যান হয়  বলে মনে করা হয়।

Journalist Name : Susmita Das

Tags:

Related News