পৃথিবীর সবচেয়ে উষ্ণতম দেশ হতে চলেছে ভারত

banner

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি যে হারে পরিবেশ দূষণ বেড়ে চলেছে ও পরিবেশের প্রতি অবহেলা বাড়ছে তাতে খুব শীঘ্রই যে বিপদ ঘনিয়ে আসতে পারে সে কথা সবার ই জানা।তবে সে নিয়ে ভ্রুক্ষেপ নেই কারোর।নানান সতর্কতামূলক প্রচার,বিভিন্ন জিনিস ব্যাবহার এর ওপর জরিমানা এর ব্যাবস্থা করা হলেও ফলপ্রসূ হয়নি।এর ফলে সাম্প্রতিক এক নতুন চাঞ্চল্যকর খবর উঠে এসেছে।
বর্তমান যুগে পরিবেশে দ্রুত পরিবর্তন ঘটছে ।এর জেরে বিশ্বের প্রায় সব দেশগুলি ই কোনো না কোনো সময় পরিবেশ নিয়ে সমীক্ষা করে।এরফলে নানান ভয়ংকর তথ্য এর সম্মুখীন হতে হয়।  

সম্প্রতি তিরুবন্তপুরাম এ কেরালা সরকারের সাথে বিশ্ব ব্যাংক যৌথ ভাবে একটি বৈঠক এর আয়োজন করেছিল।আর সেই বৈঠক এই জানা যায়,আর কিছু বছরের মধ্যেই বিশ্বের সবচেয়ে উষ্ণতম দেশ হতে চলেছে ভারত।ভারত তাপপ্রবাহ এ পুড়বে।অত্যধিক গরম মানুষ সহ্য করতে পারবে না।
 সবচেয়ে বেশি দ্রুত গরম হচ্ছে আর্কটিক অঞ্চল।বাকি পৃথিবীর চেয়ে তিন গুন এ বেশি গরম হচ্ছে আর্কটিক।এখানের বরফ দ্রুত গলতে শুরু করেছে। বরফের স্তর ক্রমশ পাতলা ও সংকুচিত হচ্ছে। ওয়াইল্ড ফায়ার এর ঘটনাও ঘটেছে।
সাইবেরিয়া এর তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াস ছুঁয়েছে।গ্রীনল্যান্ড এর পরিস্থিতি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।বিপদসীমার আওতাভুক্ত হচ্ছে নাইজেরিয়া, ক্যালিফর্নিয়া প্রভৃতি দেশ গুলি।রিপোর্ট এ বলা হচ্ছে ,আর দু দশক এর মধ্যে এমন গ্রীষ্মকাল আসবে যখন আর্কটিক অঞ্চলে এক টুকরো বরফ ও থাকবেনা।ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে।এর ফল হতে পারে মারাত্মক।

কিন্তু সব জেনেও কিছু করা সম্ভব হচ্ছেনা।কারণ মানুষ নির্বিকার।অবিরত বৃক্ষ ছেদন চলছে।কাঠ বিক্রি করে কারোর জীবিকা নির্বাহ হচ্ছে।কখনো বা বড়ো বিল্ডিং,অ্যাপার্টমেন্ট ,শপিং মল তৈরির জন্য জলাশয় গুলি ভরাট করা হচ্ছে।গাছ কেটে ফেলা হচ্ছে।প্লাস্টিক এর ব্যাবহার বেড়ে চলেছে।বাড়িতে রেফ্রিজারেটর ,এসি প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্রের ব্যাবহার বাড়ছে যেগুলি থেকে নির্গত গ্যাস গুলি মূলত বিশ্ব উষ্ণায়ন ঘটায়।এছাড়াও বাড়ছে যানবাহন।যার থেকে নির্গত গ্যাস বাড়াচ্ছে বায়ুদূষণ।সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে।

আবহাওয়া সংক্রান্ত ইন্টারগভর্নমেন্টাল প্যানেল(IPCC) এর রিপোর্ট এ বলা হয়েছে ,যদি এভাবেই বিশ্ব উষ্ণায়ন চলতে থাকে ও জলস্তর বাড়তে থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই ভারতের বারো টি উপকূলবর্তী শহর জলের তলায় চলে যাবে।এগুলির মধ্যে উল্লেখ্য - মুম্বাই,চেন্নাই, কোচি,বিসাখাপত্তানাম প্রভৃতি শহরগুলি।প্রায় তিন ফুট জলের তলায় চলে যেতে পারে শহরগুলি। রিপোর্টে আরো বলা হয়,যদি পরিস্থিতি এমন ই চলতে থাকে,তাহলে এই শতাব্দী এর শেষের মধ্যেই শহরগুলি অতলে তলিয়ে যাবে।।

Journalist Name : Srimita Sasmal

Related News