ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণজুড়ে, সতর্কতা জারি হাওয়া অফিসের

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ মঙ্গলবার গোটা রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া। ভারী বর্ষণের সম্ভাবনা মহানগরীতে। কলকাতা ছাড়াও রাজ্যের একাধিক শহরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াদপ্তর। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। কখনো হালকা বৃষ্টি কখনো মাঝারি মাপের বৃষ্টি কখনো বা বজ্রপাত এইভাবেই ধাপে ধাপে রাজ্যে জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। অবশেষে বর্ষার আগমনে কলকাতা সহ গোটা রাজ্যে স্বস্তি নিশ্বাস পড়লো এইবার। তবে কলকাতা জুড়ে আদ্রতা জনিত কারণে তাপমাত্রা অনুভব হবে 40° মতো। তবে পশ্চিমবঙ্গ ছাড়াও আরো ছটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও চলবে এই রকম বৃষ্টিপাত। অসম অরুণাচল প্রদেশ মেঘালয় এইসব জায়গাগুলিতে ২৮ ও ২৯ শে জুলাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতের বৃষ্টির পরিমাণ বাড়বে কারণ মনসুন ট্রফ্ লাইন ক্রমশ অগ্রসর হচ্ছে উত্তরে। গুজরাট রাজস্থান ও 27 শে জুলাই পর্যন্ত বাড়ি বৃষ্টিপাত চলবে। হায়দ্রাবাদ সহ এক অধিক জেলাতে সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে বহুদিন পরে অনেক দেরিতে বর্ষার আগমন ঘটেছে বলে বোঝা যাচ্ছে। 

Journalist Name : sagarika chakraborty

Related News