বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত, সপ্তাহ শেষে মাটি হতে পারে পুজোর শপিং

banner

#Pravati Sangbad Digital Desk:

শেষ হয়েছে শ্রাবণ মাস, কিন্তু তাতেও সেইভাবে বৃষ্টির দেখা পায়নি বঙ্গবাসী। ভাদ্র মাসের পঁচা গরম থেকে কবে মুক্তি মিলবে, আদৌ কি দেখা মিলবে বৃষ্টির এই প্রশ্ন এখন বঙ্গবাসীর মুখে মুখে। অন্যদিকে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহ শেষেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। হওয়া অফিস জানাচ্ছেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘুর্ণবার। যদিও তার অভিমুখ উড়িষ্যার দিকে। কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে রাজ্যের উপকূলবর্তী অঙ্গলে বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। শুক্র এবং শনিবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার একাংশে। সেক্ষেত্রে পুজোর আগে সপ্তাহ শেষে মাটি হতে পারে শপিং। অন্যদিকে চলতি বর্ষার বিদায়লগ্ন আসন্ন, কিন্তু সেইভাবে দেখা মেলেনি বর্ষার। তাই পুজোর শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহবিদেরা। ভাদ্রের শুরুতে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিললেও সেই অর্থে একনাগারে বৃষ্টির দেখা পায়নি রাজ্যবাসী। স্বাভাবিক বৃষ্টির থেকে অনেকটাই কম হয়েছে বৃষ্টি। আলিপুর হওয়া অফিস সূত্রে খবর, এদিন আংশিক মেঘলা থাকবে রাজ্যের আকাশ, যার জেরে বাড়বে গরম। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে একাধিক এলাকায় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।



Journalist Name : Sabyasachi Chatterjee

Related News