বাজারে আসতে চলেছে জিও ৫জি স্মার্টফোন, সঙ্গে দুর্দান্ত ফিচার

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে ভারতের টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম রিলায়েন্স জিও। ২০১৬ সালে ভারতে প্রথম রিলায়েন্স তার এই টেলিকম পরিষেবা চালু করে। ভারতে জিও তার ফ্রি পরিষেবা নিয়ে প্রথম হাজির হয়েছিল, যার জেরে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছিল দেশের বাকি সমস্ত টেলিকম সংস্থাগুলি। প্রথমে বিনামূল্যে পরিষেবা দিলেও বর্তমানে ন্যায্য মূল্যে পরিষেবা কিনতে হয় গ্রাহকদের। তবে শুধু সিম নয় একাধিক স্মার্টফোনও বাজারে নিয়ে এসেছে রিলায়েন্স। সম্প্রতি শোনা যাচ্ছে চলতি বছরেই ৫জি ফোন আনতে চলেছে রিলায়েন্স। বর্তমানে গোটা দেশে চালু রয়েছে ৪জি পরিষেবা, সমস্ত টেলিকম সংস্থা ৫জি পরিষেবা চালু করতে মরিয়া, পিছিয়ে নেই রিলায়েন্সও আর এবার ৫জি পরিষেবা চালু করার আগেই ৫জি স্মার্টফোন লঞ্চ করতে প্রস্তুত টিম জিও। জানা গিয়েছে এই ফোনের দাম হতে পারে ১২ হাজার টাকার নিচেই। সেইসাথে আরও জানা যাচ্ছে, ২৫০০ হাজার টাকাও হতে পারে ফোনটির দাম। তবে সেক্ষেত্রে ফিচার ফোন হিসাবেই লঞ্চ হবে নতুন জিও ৫জি। অন্যদিকে আরও জানা গিয়েছে নতুন ফোন থাকতে চলেছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন। ৪ জিবি RAM এবং ৩২জিবি ROM।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News