প্রকাশিত হল স্টেট এলিজিবিলিটি টেস্টের বিজ্ঞপ্তি

banner

#Pravati Sangbad Digital Desk:

মঙ্গলবার ১৬ আগস্ট থেকে স্টেট এলিজিবিলিটি টেস্ট ২০২৩-এর জন্য আবেদন শুরু করেছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া। অনলাইনের মাধ্যমেই ইচ্ছুক পরীক্ষার্থীরা wbcsconline.in লিঙ্কের দ্বারা আবেদন করতে পারবে। উল্লেখ্য ২০২২-এর পরীক্ষাটি চলতি বছরের ৮ জানুয়ারি হয়েছিল। যার ফলাফল প্রকাশিত হবে এই বছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে।অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে সেই প্রবেশপত্র।
☆ পরীক্ষার আবেদন ফি-
1. সাধারণ বিভাগের জন্য ১২০০ টাকা।
2. অনগ্রসর শ্রেণীর জন্য ৬০০ টাকা।
3. তফসিলি জাতি, ট্রান্সজেন্ডারদের জন্য ৩০০ টাকা।
☆ পরীক্ষার জন্য আবেদন করার প্রক্রিয়া-
□ প্রথমে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsconline.in -এ যেতে হবে।
□ হোম পেইজে আসা 'স্টেট এলিজিবিলিটি টেস্ট ২০২৩' অপশনে ক্লিক করতে হবে।
□ পরবর্তী পদক্ষেপে 'Apply Now'তে ক্লিক করলে একটা নতুন পেইজ খুলে যাবে, সেখানে গিয়ে আবেদন পূরণ করতে হবে।
□ এরপরে ফি প্রদানের সঙ্গে যাবতীয় তথ্য দিয়ে আবেদন পত্র জমা দিতে হবে।

Journalist Name : Riya Some

Related News