পুজোর আনন্দ মাটি করবে নিম্নচ্চাপ অসুর, আশঙ্কা আলিপুর হাওয়া অফিসের

banner

#Pravati Sangbad Digital Desk:

পুজোর মধ্যে ফের নিম্নচাপের ভ্রূকুটি, জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টির আশঙ্কা প্রকাশ করছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ১ অক্টোবর অর্থাৎ ষষ্টি পর্যন্ত সেই ভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২ অক্টোবর গান্ধী জয়েন্তির দিন থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই বৃষ্টির পরিমাণ বলতে নারাজ আলিপুর হাওয়া অফিস। কারণ ঘূর্ণাবর্ত তৈরি না হলে নিম্নচাপের গতিবিধি সম্পর্কে জানা যাবে না বলেই জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, এই বছর বর্ষাকালে সেই অর্থে বৃষ্টির দেখা পাইনি দক্ষিণবঙ্গবাসী, তাই পুজোয় বৃষ্টির হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন আগে থেকেই। অন্যদিকে, উত্তরবঙ্গে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ অক্টোবর থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছ বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজ মঙ্গলবার প্রাথমিক ভাবে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


Journalist Name : Sabyasachi Chatterjee

Related News