স্কুলের প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্য শিক্ষা দফতর

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্য শিক্ষা দফতর। গতকাল রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতেই বলা হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়ার জন্য। উল্লেখ্য, স্কুলের প্রধান শিক্ষকরা বেতনের সাথে একটি বর্ধিত বেতন এবং তিন শতাংশ হারে অতিরিক্ত বেতন পেতেন, যা ২০১৯ সালে রোপা রুল লাগু হওয়ার পড়ে বন্ধ করে দেয় রাজ্য শিক্ষা দফতর। কিন্তু বর্তমানে অনেক প্রধান শিক্ষক আছেন যারা এই বর্ধিত বেতন নিয়ে থাকেন। এবার তাদের কাছেই বাড়তি বেতন ফিরিয়ে দিতে বলল রাজ্য শিক্ষা দফতর। ২০২০ সালের প্রথম দিকে রাজ্য সরকারি কর্মীদের পে কমিশন চালু হয়, ফলে পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়া হয় অতিরিক্ত বেতন। কিন্তু অনেকেই এখনও সেই টাকা ফিরিয়ে দেয়নি রাজ্য সরকারকে। তবে এই প্রথম নয়, এর আগেও একই মর্মে গত ২ মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য শিক্ষা দফতর, তারপর আবার গত ১৩ই অক্টোবর একই বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য শিক্ষা দফতর। সূত্রের খবর, অতিরিক্ত বেতনসহ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকরা প্রতিমাসে বেতনের সাথে ৪০০ থেকে ৫০০ টাকা করে অতিরিক্ত পেয়ে থাকেন, যা বর্তমানে সরকারি ভাবে বেআইনি। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, “সরকারি নির্দেশকে অমান্য করে অতিরিক্ত মাইনে নেওয়া উচিত নয়। প্রধান শিক্ষকদের উচিৎ যত দ্রুত সম্ভব রাজ্যের কাছে টাকা জমা দেওয়া”। যদিও বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির বক্তব্য, “স্কুলের প্রধান শিক্ষকদের বর্তমানে কাজের চাপ অনেক। তাই বেতন কমিয়ে দিলে নতুন করে আর কেউ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে আগ্রহ দেখাবে না”।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News