কালীপূজোতে দোসর বৃষ্টি, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্ষা বিদায় নিয়েছে রাজ্য থেকে, ধীরে ধীরে বয়তে শুরু করেছে উত্তরে হাওয়া। কিন্তু তাতেও বৃষ্টি পিছু ছাড়তে নারাজ রাজ্যের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ তারিখ অর্থাৎ কালী পুজোর দিন থেকেই রাজ্যের আকাশ মুখ ভার করতে শুরু করবে। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আন্দামান অঞ্চলে তৈরি হয়েছে নিম্নচাপ। যা ক্রমেই শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। শুধু তাই নয়, তৈরি হবে ঘূর্ণাবর্ত। আগামী ২৩শে অক্টোবর অর্থাৎ কালীপুজোর ঠিক আগের দিন তৈরি হবে গভীর নিম্নচাপ। তারপর শক্তি বাড়িয়ে ক্রমেই উত্তরের দিকে অগ্রসর হবে নিম্নচাপ।

আরও জানা গিয়েছে, পশ্চিম মধ্য এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ধীরে ধীরে এগিয়ে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে আপাতত কলকাতাসহ রাজ্যের বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছেন। তবে বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে কালীপুজোর দিন থেকে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি বছর সেই ভাবে রাজ্যের বৃষ্টির দেখা মেলেনি। তবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাও শুধু মাত্র নিম্নচাপের প্রভাবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। দুর্গাপুজোতেও বৃষ্টিতে ভিজেছে রাজ্যবাসী, এবার কালীপুজো তেও বৃষ্টিতে ভিজবে রাজ্য এমনটাই দাবি করছে আলিপুর আবহাওয়া দফতর
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News