প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজ্য উত্তাল, এর মধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ

banner

#Pravati Sangbad Digital Desk :

রাজ্য বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে উত্তাল, তার মধ্যেই গতকাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাতেই বলা হয়েছে কাদের আবেদন গ্রাহ্য এবং সর্বচ্চো কত নম্বর দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আবেদনকারীদের মাধ্যমিকের প্রাপ্ত  নম্বরের ওপর সর্বচ্চো ৫ নম্বর, উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ওপর সর্বচ্চো ১০ নম্বর, ঠিক একই ভাবে প্রশিক্ষণের ভিত্তিতে ১৫ নম্বর, টেটের নম্বরের ওপর ভিত্তি করে ৫ নম্বর পাশাপাশি আবেদনকারীর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির ওপর সর্বচ্চো ৫ নম্বর এবং ইন্টার্ভিউয়ের ওপর ৫ নম্বর অর্থাৎ সব মিলিয়ে ৫০ নম্বর। তাছাড়া থাকবে অ্যাপটিটিউড টেস্ট এবং প্যারাটিচারদের অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর।


পর্ষদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন আবেদনকারীদের পাশাপাশি ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবে নতুন করে। ইতিমধ্যেই গতকাল থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, চলবে আগামী ১৪ই নভেম্বর রাত ১২টা পর্যন্ত। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার আবেদনপত্র জমা পড়েছে পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে। বর্তমানে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতি উত্তাল। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মধ্য শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময়য় গঙ্গোপাধ্যায়, গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন তিনি।

#Source: online/Digital/Social Media News   # Representative Image


Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News