৮০ তে পা অমিতাভের। বিবর্তনের যুগে তিনি ই শাহেনশাহ! র‌ইল আই এম ডি বি র রেটিং অনুযায়ী তাঁর সবচেয়ে শ্রেষ্ঠ পাঁচটি মুভি।

banner

#Pravati Sangbad Digital Desk:

অমিতাভ বচ্চনের নাম আজ কে না জানে। দেশে - বিদেশে নানা জায়গায় তাঁর নাম ছড়িয়ে পড়েছে। সমসাময়িক অন্যান্য অভিনেতারা যেখানে অনেক আগেই অভিনয় জগৎ থেকে অবসর নিয়েছেন সেখানে তিনি আজ ও সমান ভাবে চলমান । আজ তিনি পা দিলেন ৮০ বছরে। তবে অভিনেতা হ‌ওয়ার এই যাত্রা টা কখনোই সোজা ছিল না তাঁর জন্য। ' অল ইন্ডিয়া রেডিও ' তে গিয়েছিলেন ধারাভাষ্যকার হতে সেখানে তাঁকে প্রত্যাখিত হতে হয়। ফিল্ম কেরিয়ারে ও বহুবার তিনি নানারকম প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। এমন এক কিংবদন্তির জীবনে নানা পারফরম্যান্স রয়েছে যা তিনি নিজে এবং সিনেমা প্রেমী রা গর্ব করতে পারেন।
আই এম ডি বি রেটিং অনুযায়ী বিগ - বি র সেরা পাঁচটি মুভি :
১) চুপকে চুপকে ( ১৯৭৫) । রেটিং : ৮.৩
ঋষিকেশ মুখার্জি র ফিল্ম চুপকে চুপকে আই এম বি বি তে ৮.৩ রেটিং প্রাপ্ত। রোমান্টিক কমেডি হিসেবে এটি ৭০ র দশকে একটি অন্যতম হিট ফিল্ম। প্রোফেসর হিসাবে তাঁর অভিনয় ছিল নজরকাড়া।
২) আনন্দ ( ১৯৭১)। রেটিং : ৮.১
এটিও ঋষিকেশ মুখার্জি র অনবদ্য সৃষ্টি। ভারতীয় সিনেমার জগতে সর্বকালের সেরা সিনেমার মধ্যে একটি। রাজেশ খান্নার অভিনয় এখানে অসাধারণ বলে বিবেচিত হলেও অমিতাভ কোনো অংশে কম দক্ষতার পরিচয় দেননি।

৩) পিঙ্ক ( ২০১৫) । রেটিং : ৮.১
সুজিত শিরকারের পরিচালনায় পিঙ্ক এই প্রজন্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফিল্ম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এটি একটি কোর্ট রুম ড্রামা আর অমিতাভের অভিনয় এক্ষেত্রে অনবদ্য। এত বছরেও যে তিনি সমান ভাবে চলমান, তা প্রমাণ করে দিয়েছেন।

৪) শোলে ( ১৯৭৫ )। রেটিং : ৮.১
রমেশ সিপ্পির এই মুভিটি রিলিজের সময় জনপ্রিয়তা অর্জন করতে পারেনি ঠিক ই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পপ কালচারে এটি পপুলারিটির চরম শিখরে আরোহণ করেছে। জয় - বীরুর বন্ধু ত্ব থেকে গব্বর সিংয়ের ডায়লগ সব ই এখনো মানুষের মনে অত্যন্ত ভাবে উজ্জ্বল।

৫) ব্ল্যাক ( ২০০৫)। রেটিং : ৮.১
সঞ্জয় লীলা বানসালির ফিল্ম ' ব্ল্যাক ' প্রকৃতপক্ষেই ' ... a treat to watch.' সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে পরিচালনা সবেতেই অনবদ্যতার পরিচয় রাখে। এক‌ই সঙ্গে এটাও বলতেই হবে যে, অভিনয়ের ক্ষেত্রে ও রাণী মুখার্জী র সঙ্গে সমান ভাবে পাল্লা দিয়েছেন বিগ বি। একজন প্রতিবন্ধী ছাত্রীর শিক্ষক হিসাবে অমিতাভের অভিনয় ছিল চমকপ্রদ।

শুধুমাত্র এগুলো ই নয়। দীবার, অগ্নিপথ, ডন, অমর আকবর অ্যান্টনি, নমক হলাল ইত্যাদি বা সম্প্রতি রিলিজ করা ব্রহ্মাস্ত্র --- সবেতেই তিনি অসাধারণ অভিনয় করে চলেছেন বছরের পর বছর। আশা করা যেতে পারে এভাবে ই তিনি এগিয়ে যেতে পারেন।

#Source: online/Digital/Social Media News   # Representative Image


Journalist Name : Dipendu Majhi

Related News