২৫০ কিমি বেগে ধেয়ে আসছে সুপার সাইক্লোন 'সিত্রাং', কালীপুজোর অমাবস্যাতেই চলবে তান্ডব

banner

#Pravati Sangbad Digital Desk:

আমফান - ইয়াসের পর প্রবল গতিবেগ নিয়ে বাংলার বুকে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন 'সিত্রাং'। কালীপুজোর রাতেই লণ্ডভণ্ড হতে পারে বাংলার উপকূল, মত মার্কিন আবহাওয়া সংস্থার। আমফান হোক বা ইয়াসের তাণ্ডব, বাঙালির স্মৃতিতে মে মাসের সেদিনকার ভয়াবহতা একেবারেই টাটকা। তবে বছর ঘুরতে না ঘুরতেই আবারও‌ ঘূর্ণাবর্তের ভ্রূকুটি। আবহাওয়াবিদদের মতে আগামী সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক প্রবল ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত‌ ধারণ করতে পারে সুপার সাইক্লোনের রূপ। আবহাওয়া সংস্থা সূত্রে খবর, ঘূর্ণাবর্ত টি সুপার সাইক্লোন এ পরিণত হতে পারে আগামী ১৭ - ১৮ই অক্টোবর। যুক্তরাষ্ট্রের আবহাওয়া মডেল বা জিএসএফ এর মতে সুন্দরবন - বাংলাদেশ উপকূল অথবা ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় ২০০ - ২৫০ কিলোমিটার। যা কুড়ির আমফানের থেকে কোন অংশেই কম নয়। মৌসম ভবন সূত্রে খবর, এই ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাত হানতে পারে আগামী ২২ থেকে ২৫ শে অক্টোবর এর মধ্যে। বিশেষজ্ঞদের মতে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল যে অঞ্চলে হবে সেখানে বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

অমাবস্যা চলাকালীন এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়লে তার পরিণতি হবে ভয়াবহ। দেখা দিতে পারে ১৫ - ২০ ফুট উচ্চতা বিশিষ্ট প্রবল জলোচ্ছ্বাস। সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপ নেমে যেতে পারে ৯৪১ মিলিবার পর্যন্ত। প্রসঙ্গত, বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) অধীন জাতিসংঘের এশিয়া - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের সর্বমোট ১৩টি দেশের (বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন) আবহাওয়া সংস্থা আগত ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে থাকে। নামের ক্রম অনুযায়ী এবার বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে 'সিত্রাং'। যার নামকরণ করেছে থাইল্যান্ড। তবে কি সত্যিই আবার ভয়াবহ তান্ডবের সাক্ষী থাকতে চলেছে বাংলার মানুষ? উত্তর অজানা ...

#Source: online/Digital/Social Media News   # Representative Image


Journalist Name : Uddyaloke Bairagi

Related News