মুসলিম মহিলাদের বিবাহ বিচ্ছেদে অনুমতি আদালতের

banner

#Pravati Sangbad Digital Desk:

মঙ্গলবার কেরালা হাইকোর্ট বলেছে যে মুসলিম নারীদের ইসলামিক আইনে বিবাহ বিচ্ছেদের জন্য স্বামীর সম্মতির প্রয়োজন নেই।
পর্যবেক্ষণ করে দেখা গেছে যে ইসলামিক আইন একজন মুসলিম মহিলার বিবাহ বাতিলের দাবি করার অধিকারকে স্বীকৃতি দেয়, হাইকোর্ট রায় দিয়েছে যে স্ত্রীর ইচ্ছা “স্বামীর ইচ্ছার সাথে সম্পর্কিত” হতে পারে না যারা বিবাহবিচ্ছেদে সম্মত নাও হতে পারে।
একটি মামলার ক্ষেত্রে আদালত রায় দিয়েছিল যে বিবাহ বিচ্ছেদের অধিকার রয়েছে মুসলিম মহিলাদের। এক মুসলিম মহিলার আবেদনের প্রেক্ষিতে ‘মুসলিম বিবাহ আইনের বিলুপ্তি, ১৯৩৯’-এর অধীনে আদালত বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছিল।আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেরালা হাইকোর্টে মামলা করেছিলেন এক ব্যক্তি। তিনি দাবি করেন যদি কোনো মুসলিম মহিলা বিবাহ বিচ্ছেদ চান তাহলে তাকে তার স্বামীর থেকে তালাক চাইতে হবে। তাদের নিজেদের তালাক দেওয়ার কোনো অধিকার নেই। তাঁর এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করে বিচারপতি মহম্মদ মুস্তাক এবং বিচারপতি এস ডিয়াসের ডিভিশন বেঞ্চ ৫৯ পাতার রায় দিয়ে বলেন, “ এই ধরনের চিন্তাধারা সাধারণত পুরুষদের মহিলাদের উপর অধিকার ফলানোর চিন্তা থেকে উদ্ভূত। পবিত্র কোরআন মুসলিম মহিলাদের বিবাহ বিচ্ছেদের 
আবেদন জানানোর ক্ষমতা দেয়। 
তবে আদালত জানিয়েছে 'খুলা'র ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তা মানতে হবে। সেগুলি হল ১) স্ত্রীকে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিতে হবে বিয়ের সমাপ্তির কথা। ২) পণ অর্থাত্‍ বিয়েতে পাওয়া যৌতুক ফিরিয়ে দেওয়ার প্রস্তাব রাখতে হবে। ৩) খুলার ঘোষণার আগে বিয়ে টিকিয়ে রাখতে দাম্পত্য সমস্যা মেটানোর যথেষ্ট চেষ্টা করা হয়েছে।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News