অবশেষে বিদায় নিতে চলেছে গুগল

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

যে কোনো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য তৈরি গুগল। এতদিন এভাবেই মানুষ জানতে পেরেছে সবকিছু। যে কোনো প্রশ্নের সন্দেহের মীমাংসা করে দিতে পারে এই গুগল। তবে এবার গুগলের সাথে পাল্লা দিতে আসছে চ্যাটজিপিটি। বেশ কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় চ্যাটজিপিটি নিয়ে জোরকদমে গুঞ্জন। প্রশ্ন আসছে , তবে কি এবার বিদায় নিচ্ছে গুগল!। এতো বছরের সাথে জড়িত অ্যাপটি কি আদেও বিলুপ্তির দিকে এগোচ্ছে !। 

তবে এখনো সবার কাছে পরিষ্কার নয় এই চ্যাটজিপিটি - র বিষয়টি। অনেকেই জানেন না এটি আসলে কি বা কিভাবে এর ব্যাবহার করতে হয়। সহজভাবে বলতে গেলে , এটি এমন এক ধরনের অ্যাপ, যা গুগলের সঙ্গে পাল্লা দিতে পারে।ডেকে আনতে পারে বিপদ। সম্প্রতি এই  চ্যাটজিপিটি নামে পরিচিত একটি এআই বট নেটমাধ্যমের দুনিয়ায় ঝড় তুলেছে। 

 চ্যাটজিপিটি হল একটি কনভারসেশন ডায়লগ মডেল। যা সাধারণ মানুষের ভাষা বুঝতে এমনকী তার প্রতিক্রিয়া জানাতেও সক্ষম। অনেকটা গুগলের মতোই। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং-এর সহায়তা নিয়ে থাকে। চ্যাটজিপিটি -র নাম এসেছে জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার থেকে। যা একটি ডিপ লার্নিং ল্যাঙ্গুয়েজ মডেল। 

ডিপ লার্নিং আসলে কী তা অনেকেরই অজানা।
ডিপ লার্নিং হল একটি মেশিন লার্নিং মেথড। যেখানে নিউরাল নেটওয়ার্কের তিন বা তার বেশি স্তর থাকে। এই নেটওয়ার্ক মানুষের মানসিক আচরণ ধরার চেষ্টা করে। জিপিটি ৩.৫-এর বিপরীতে,  চ্যাটজিপিটি বিস্তৃত, মানুষের মতো লিখিত টেক্সট জেনারেট করতে পারবে ও রেফারেন্সের জন্য অতীতের সবকিছু জমা করে রাখতে পারবে।

যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে চ্যাটজিপিটি। জিপিটির স্রষ্টা ওপেনএআই বলেন, এটি ফলো-আপ প্রশ্নের উত্তর দিতে পারে। আবার কখনও কখনও ভুল উত্তরও দিতে পারে চ্যাটজিপিটি। আগের জিপিটির মডেলের মতো, চ্যাটজিপিটি কখনও কখনও ভুল উত্তর দিতে পারে। ওপেনএআই -এর মতে , এই সমস্যাটি সমাধান করার জন্য কাজ করছে এটি। 

Journalist Name : Papri Chakraborty

Related News