ডিসেম্বরের শুরুতে উধাও শীত, সপ্তাহ শেষে দেখা মিলতে পারে উত্তরে হাওয়ার

banner

#Pravati Sangbad Digital Desk:

ডিসেম্বর পড়লেও সেই ভাবে শীতের দেখা নেই রাজ্যে, ফলে স্বাভাবিক ভাবেই একটু মন খারাপ শীত প্রেমীদের। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত আর সেই কারণেই  রাজ্যের উত্তরের হাওয়া ঢুকতে বাঁধা পাচ্ছে। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা একটু হলেও নিম্নগামী হবে বলেই আশা করছেন আবহবিদরা। অন্যান্য বছর ডিসেম্বরের শুরু থেকেই হাড় কাপাতে শুরু করে শীত, তবে এই বছর যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতের আমেজ মিলবে তা আগেই জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস।

আর হাওয়া অফিসের কথা মতোই ডিসেম্বরের শুরুতে উধাও শীত। যার প্রধান কারণ একমাত্র মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি বলেই জানাচ্ছেন আবহবিদরা। অন্যদিকে জেলার ছবিটাও একই রকম। তবে কলকাতার থেকে অন্যান্য জেলার তাপমাত্রা একটু হলেও নীচের দিকেই, কিন্তু তাতেও খুব একটা যে শীতের আমেজ মিলছে তা নয়। পাশাপাশি আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে। জাঁকিয়ে শীত না পড়লেও রাজ্যের বেশ কিছু জায়গাতেই সকালের দিকে কুয়াশার দেখা মিলছে, যা শীত প্রেমীদের কাছে একটু হলেও আশানরুপ বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News