আজ দেশের ৬ টি রাজ্যে উপনির্বাচন

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশের আজ ছয়টি রাজ্যের সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিহারের দুটি আসনে, হরিয়ানা, তেলেঙ্গানা, ওড়িশা, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের একটি করে আসনে ভোট হবে। 
এই উপনির্বাচনে, কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া আরজেডি নেতা অনন্ত সিং এবং কুলদীপ বিষ্ণোইয়ের মতো নেতাদের জয় নিয়ে সন্দেহ রয়েছে। অনন্ত সিংয়ের স্ত্রী নীলম দেবী বিহারের মোকামা আসনে পরীক্ষায় নামবেন।
অন্যদিকে, কুলদীপ বিষ্ণয়ের ছেলে ভব্য বিষ্ণোই হরিয়ানার আদমপুর আসনে নিজের লাক ট্রাই করবেন। বিহারে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন আরজেডি ও বিরোধী বিজেপির মধ্যে। একই সময়ে, হরিয়ানায় কংগ্রেস এবং বিজেপির পাশাপাশি, আম আদমি পার্টিও তাদের ভাগ্য চেষ্টা করছে। অন্যদিকে, মহারাষ্ট্রের আন্ধেরি-পূর্ব আসন থেকে বিজেপি প্রার্থী প্রত্যাহার করায় উদ্ধব ঠাকরের শিবসেনা প্রার্থী রুজুতা লাট্টের জয় প্রায় নিশ্চিত। তেলেঙ্গানার মুনুগোদা আসনে ক্ষমতাসীন টিআরএস এবং বিজেপির মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে।
হরিয়ানার আদমপুর বিধানসভা আসনটি দীর্ঘ দশক ধরে ভজনলাল পরিবারের শক্ত ঘাঁটি। এইবার এটি ধরে রাখার মরিয়া চেষ্টা করা হচ্ছে। কংগ্রেসের প্রবীণ নেতা কুলদীপ বিষ্ণোই এখন বিজেপিতে যোগ দিয়েছেন। এই আসন থেকে বিজেপি তার ছেলে ভব্য বিষ্ণোইকে প্রার্থী করেছে।প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজনলাল ৯ বার এই আসনে প্রতিনিধিত্ব করেছেন, তাঁর স্ত্রী যশমা দেবী একবার এবং কুলদীপ বিষ্ণোই চারবার। কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল এবং আম আদমি পার্টিও এই উপনির্বাচনে তাদের প্রার্থী দিয়েছে।
বিহার বিধানসভার দুটি আসনে আজ ভোট হবে- মোকামা ও গোপালগঞ্জ। বিজেপি এবং আরজেডি উভয়েই বাহুবলীর স্ত্রীকে মোকামা আসনে মনোনয়ন দিয়েছে। মোকামায়, বিজেপি স্থানীয় বাহুবলী লালন সিংয়ের স্ত্রী সোনম দেবীকে প্রার্থী করেছে, যিনি অনন্ত সিংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসন থেকে অনন্ত সিংয়ের স্ত্রী নীলম দেবীকে প্রার্থী করেছে আরজেডি। অনন্ত সিংকে অযোগ্য ঘোষণা করায় মোকামায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চারবারের বিজেপি বিধায়ক সুভাষ সিংয়ের মৃত্যুতে গোপালগঞ্জ আসনের উপনির্বাচন হচ্ছে। এই আসন থেকে বিজেপি প্রার্থী করেছে সুভাষ সিংয়ের স্ত্রী কুসুম দেবীকে।
বিজেপি প্রার্থী প্রত্যাহারের পর মহারাষ্ট্রের মুম্বাইয়ের আন্ধেরি পূর্ব বিধানসভা আসনের উপনির্বাচনে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার প্রার্থী রুতুজা লাট্টে এখন মসৃণ জয় পাবেন বলেই মনে করা হচ্ছে।
যে সাতটি আসনের মধ্যে ছয়টি রাজ্যে উপনির্বাচন হচ্ছে, সেখানে বিজেপি ও কংগ্রেস দুটি করে আসন পেয়েছে। এই আসনগুলির ফলাফলে অবশ্য বিধানসভার অবস্থার কোনও পরিবর্তন হবে না। তবে‌ রাজনৈতিক দলগুলি যে  এই উপনির্বাচনকেও হালকাভাবে নেয়নি এবং আক্রমণাত্মক প্রচার চালিয়েছে প্রার্থী বাছাই এর ক্ষেত্রে বহর দেখেই পরিষ্কার। আগামী ৬ ই নভেম্বর হবে ভোট গণনা।

Journalist Name : Akash Sarkar

Tags:

Related News