ভোটে গরম প্রথম দফাঃ অশান্তি, গুলি, বোমা, সংঘর্ষে আক্রান্ত বাংলার তিন আসনে গড় ভোটদান ৭৭.৫৭ শতাংশ

banner

#Pravati Sangbad Digital Desk:

ভোটে গরম প্রথম দফাঃ অশান্তি, গুলি, বোমা, সংঘর্ষে আক্রান্ত বাংলার তিন আসনে গড় ভোটদান ৭৭.৫৭ শতাংশ, দেশে যা সর্বোচ্চ ভোট

আজ ১৯ এপ্রিল, দেশজুড়ে প্রথম দফার নির্বাচন। বাংলার তিনটি লোকসভা কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট। এদিন সকাল থেকেই আলোচনার কেন্দ্রে থেকেছে কোচবিহার। সেখান থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে। 

বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তাঁর ‘উস্কানি’তেই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে, এই অভিযোগ তুলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পাল্টা উদয়নের দাবি, তাঁর উস্কানি নয়, ‘অনৈতিক’ কাজ করার জন্যই বিজেপি নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।


দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে বোমা। তুফানগঞ্জে আবার তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ রয়েছে।  

ভোটের মণিপুরে ফের অশান্তি৷ এ বার ভোটের মধ্যেই গুলি চলল মণিপুরে৷ মণিপুরের পূর্ব ইম্ফলের একটি বুথে চলল গুলি৷ দুষ্কৃতীরা এসে গুলি চালাল বুথে, পরপর গুলি চালনার সেই ঘটনা ধরা পড়ল ক্যামেরাতেও৷  

দিনহাটা, ভেটাগুড়ির পর এবার বোমা উদ্ধার কোচবিহারের ফলিমারি গ্রামে। কোচবিহার ১ নম্বর ব্লকের মধ্য ফলিমারি ৪/৩৭ বুথ সংলগ্ন এলাকা থেকে ন’টি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। এলাকাবাসীদের অভিযোগ বৃহস্পতিবার রাত থেকেই প্রচুর বোমাবাজি হয়েছে এলাকায়। তারপর দিনের আলো ফুটতেই ন’টি তাজা বোমা দেখতে পান এলাকার বাসিন্দারা। খবর যায় পুলিশে। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।


ভোটের দিন সকাল থেকেই দফায়-দফায় উত্তেজনা ছড়াল কোচবিহারের বিভিন্ন এলাকায়৷ একদিকে উদয়ন গুহ বারংবার অভিযোগ করলেন পুলিশি নিষ্কৃয়তার৷ পাশাপাশি, তিনি অভিযোগ করলেন, বিজেপি নেতা পুলিশের গাড়িতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ঘুরে বেড়াচ্ছেন৷ পাশাপাশি খবর মিলেছে, কোচবিহারের দিনহাটা ব্লকের সভাপতি দুষ্কৃতীদের মারে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে৷ অন্য দিকে বিজেপির এক কর্মীও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ৷ আপাতত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি থেকে সংঘর্ষের কোনও খবর আসেনি৷  

পুর তিনটে পর্যন্ত রাজ্যের তিনটি কেন্দ্রে ভোটের হার অত্যন্ত আশাপ্রদ বলেই মনে করা হচ্ছে৷ কমিশনের তরফ থেকে দেওয়া তথ্যে দেখা গিয়েছে, এ রাজ্যের তিনটি কেন্দ্রেই ৬০ শতাংশের বিশ মানুষ ভোট দিয়েছেন৷ কোচবিহার কেন্দ্রে ভোট পড়েছে ৬৫.৫৪ শতাংশ, আলিপুরদুয়ারের ৬৬.২৩ শতাংশ ও জলপাইগুড়িতে ৬৭.২৮ শতাংশ৷


অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় শুক্রবার সকালেই কালীঘাটে গিয়ে পুজো দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার পর সোজা চলে যান রাজভবনের পিসরুমে। সকাল থেকেই সেখানে রয়েছেন তিনি। 

পিসরুম থেকেই ভোটের বাংলায় নজর রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সকাল থেকেই একের পর এক আসছে অভিযোগ। তিনি তা পাঠাচ্ছেন কমিশনে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার থেকে। রাজ্যপালের কথায়, ‘সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা কমিশনের দায়িত্ব।’

Journalist Name : Tamoghna Mukherjee

Tags:

Related News