শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, উদ্বোধনে ব্রাত্য বসু

banner

#Pravati Sangbad Digital Desk:

শেষমেশ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রত্যেকের জন্য শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল আবেদন। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে উদ্বোধন হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২২ এর স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের আবেদন।
প্রতি বছরেই ছাত্রছাত্রীদের নজর থাকে এই অতি জনপ্রিয় স্কলারশিপটির দিকে। চলতি বছরে দ্বাদশ শ্রেণীতে পাঠরত দের জন্য অফিসিয়াল আবেদন বেশ কিছুদিন আগে শুরু হলেও স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের আবেদন শুরু হতে বিলম্ব হচ্ছিল। যদিও প্রতি বছরের ন্যায় ২০২২ এর আবেদনও শুরু হয়ে গেল।
• স্কলারশিপে আবেদনের পদ্ধতি :-
✓ প্রথমেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://banglaruchchashiksha.wb.gov.in) যথাযথ তথ্য প্রদান করে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে।
✓ রেজিস্ট্রেশন এর পরে স্টুডেন্ট লগ ইন করে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। [প্রয়োজনীয় নথি :- মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, শেষ বোর্ড/ কাউন্সিল/ কলেজ/ বিশ্ববিদ্যালয় পরীক্ষার মার্কশিট, পারিবারিক আয়ের শংসাপত্র, বসবাসের সার্টিফিকেট হিসেবে আধার আইডি/ ভোটার আইডি/ রেশন কার্ড/ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে শংসাপত্র, চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড-সহ পাশ বইয়ের প্রথম পাতার স্ক্যান কপি, ভর্তির রসিদ]
✓ সমস্ত নথি এবং সঠিক তথ্য প্রদান করা হলেই আবেদনটি সফল হবে।
এই স্কলারশিপ অনুযায়ী, উচ্চমাধ্যমিক, স্নাতক স্তরের 'কলা' এবং 'বাণিজ্য' বিভাগে ৬০ শতাংশ ‌নম্বর পেয়ে পাশ করলে মাসিক এক হাজার টাকা বৃত্তি পাওয়া যেতে পারে। এবং স্নাতক স্তরে 'বিজ্ঞান' ও ইউজিসি অনুমোদিত অন্যান্য পেশাদারি পাঠ্যক্রম এর ক্ষেত্রে ৬০ শতাংশ ‌নম্বর পেয়ে পাশ করলে মাসিক দেড় হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাওয়া যেতে পারে। পাশাপাশি স্নাতকোত্তর স্তর (কলা), স্নাতকোত্তর স্তর (বাণিজ্য) এর জন্য মাসিক ২ হাজার টাকা এবং স্নাতকোত্তর স্তর (বিজ্ঞান) ও স্নাতকোত্তর স্তর (পেশাদারি কোর্স) এর জন্য মাসিক আড়াই হাজার টাকা বৃত্তি পাওয়া যেতে পারে। একইসাথে নন-নেট এম.ফিল, নন-নেট পিএইচডি এবং নেট- এল এস পিএইচডি এর ক্ষেত্রে ৫ হাজার ও ৮ হাজার টাকা পর্যন্ত বৃত্তির ব্যবস্থা রয়েছে। স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতকোত্তর (ইঞ্জিনিয়ারিং এবং এআইসিটিই অনুমোদিত পেশাদারি কোর্স এর ক্ষেত্রে মাসিক ৫ হাজার টাকা বৃত্তি পাওয়া যেতে পারে। এছাড়াও পলিটেকনিক এর ক্ষেত্রে দেড় হাজার টাকা করে পাওয়া যেতে পারে। স্নাতক স্তর (মেডিক্যাল ডিগ্রি) এর ক্ষেত্রে মাসিক ৫ হাজার টাকা এবং ডিপ্লোমা কোর্স এর ক্ষেত্রে মাসিক দেড় হাজার টাকা পাওয়া যায় এই স্কলারশিপে আবেদন করলে।
বিশদে জানতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল হেল্পলাইন নম্বর: ১৮০০-১০২-৮০১৪ -এ ফোন এবং [email protected] -এ ইমেইল পাঠানো যেতে পারে।

Journalist Name : Uddyaloke Bairagi

Tags:

Related News