মহাকাশ মাঝে হাসছে সূর্য! ছবি প্রকাশ 'নাসা'-র

banner

#Pravati Sangbad Digital Desk:

চলতি সপ্তাহে-ই সম্পন্ন হয়েছে খন্ডগ্রাস সূর্যগ্রহণ। আর এই বিরল মহাজাগতিক ঘটনার পরেই এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকলো 'নাসা'। 'নাসা'-র টেলিস্কোপে হঠাৎ ধরা পড়ে সূর্যের এক অদ্ভুত ছবি। যেখানে দেখা যাচ্ছে সূর্যের গায়ে কিছু কালো দাগ এমন ভাবে রয়েছে যেন তা একটি মানুষের হাসি মুখ। দিন কয়েক আগে 'নাসা'-র টুইটার হ্যান্ডেলে প্রকাশিত হয়েছে এই ছবি। যা দেখার পর বিস্মিত নেটিজেনেরা।
তবে সূর্যের মধ্যে হঠাৎ কেন এমন পরিবর্তন? তা কি পৃথিবীতে কোন প্রভাব ফেলতে পারে? ঠিক কি জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'?

ছবি প্রকাশের সাথে সাথে এই ছবির সম্পূর্ণ ব্যাখ্যাও দিয়েছেন 'নাসা'-র গবেষকরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন সূর্যের পৃষ্ঠে এই কালো ছোপগুলি হল 'করোনাল হোল'। এই অংশে সৌর ঝড় সৃষ্টি হয় এবং প্রবল বেগে তা মহাকাশের দিকে ধাবিত হয়। পাশাপাশি এই অংশগুলি ওপেন ম্যাগনেটিক ফিল্ড বিশিষ্ট এবং অত্যন্ত ঠান্ডা প্রকৃতির।

বিজ্ঞানীদের মতে সূর্যের পৃষ্ঠতলে বিপুলমাত্রায় চৌম্বকীয় রশ্মি বিকিরণ হয়। যা সৌরঝড় নামে পরিচিত। সৌরঝড় অতিরিক্ত মাত্রায় হলে তা উপগ্রহ এবং মহাকাশযানে প্রভাব ফেলতে পারে। সৌরঝড়ের প্রভাব সাধারণত প্রাণীদের উপর কার্যকর হয় না। যদিও সমস্তরকম বৈদ্যুতিন সামগ্রী, উপগ্রহ এবং মহাকাশ বিজ্ঞানের কাজে প্রয়োজনীয় যন্ত্রে এর প্রভাব পড়তে পারে। পাশাপাশি পৃথিবীতে রেডিও কমিউনিকেশন, রেডার, জিপিএস-এর মতো যন্ত্রে সমস্যার সৃষ্টি করে।

যদিও বিজ্ঞানীদের একাংশ মনে করছেন এই সৌরঝড় পৃথিবীতে প্রভাব ফেলতে পারে। সূর্যের এই হাসি মুখ ডেকে আনতে পারে কোনো বড় বিপদ। একটি সংস্থা জানাচ্ছে, সূর্যের এই 'করোনাল হোল'-এর সৌর ঝর ২৮ - ২৯ শে অক্টোবর পৃথিবীতে আঘাত হানতে পারে। যার প্রভাব হতে পারে ক্ষতিকর।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Tags:

Related News