Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 7, 2024

স্কুলেও এবার নবীনবরণ, প্রতি ক্লাসে 'গ্র্যাজুয়েশন সেরিমনি'-র নয়া উদ্যোগ স্কুল শিক্ষা দফতরের

banner

#Pravati Sangbad Digital Desk:

এতদিন পর্যন্ত কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গুলিতেই কেবল পালন হতো নবীনবরণ উৎসব। এবার সম্প্রতি রাজ্যের প্রত্যেক স্কুলে 'গ্র্যাজুয়েশন সেরিমনি' পালনের নয়া উদ্যোগ গ্রহণ করেছে স্কুল শিক্ষা দফতর। যা নিয়ে প্রবল উৎসাহী ক্ষুদে পড়ুয়ারা।
বিরাট উদ্যোগ স্কুল শিক্ষা দফতরের। রাজ্যের প্রত্যেক স্কুলে এবার চালু হতে চলেছে 'গ্র্যাজুয়েশন সেরিমনি'। শিক্ষা দফতর সূত্রে খবর, উচ্চ শিক্ষার ক্ষেত্রে নবীনবরণ এবং বিদায়কালীন অনুষ্ঠান পালন হলেও, পঞ্চম থেকে দশম শ্রেণীর খুদে পড়ুয়াদের এই অনুষ্ঠানের আওতায় কখনোই আনা হয়নি। তাই তাদেরকে উৎসাহী করে তুলতে প্রত্যেক স্কুলে এবার থেকে 'গ্র্যাজুয়েশন সেরিমনি' পালনের নয়া উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা দফতর। জানা গিয়েছে, এবার থেকে পড়ুয়ারা নতুন শ্রেণীতে উত্তীর্ণ হলেই তাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে নতুন শ্রেণীতে স্বাগত জানিয়ে লেখাপড়ার জন্য উৎসাহিত করে তোলার একটি প্রচেষ্টা করা হবে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা লজেন্স, কেক, বিস্কুট, মিষ্টি প্রভৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন। এছাড়াও নাচ, গান, আবৃত্তি, কুইজ প্রভৃতির মাধ্যমে পড়ুয়াদের সাফল্যকে উদযাপন করা হবে।
২০২৩ সালের জানুয়ারি মাস থেকেই এই উদ্যোগ বাস্তবায়িত হতে পারে বলে খবর। আগামী ২ নভেম্বর দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে একটি বৈঠকের আয়োজন‌ও করা হয়েছে সমগ্র শিক্ষা মিশনের তরফে। যেখানে এই নয়া উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। যদিও এই নয়া উদ্যোগ প্রকাশ্যে আসতেই চরম উৎসাহিত খুদে পড়ুয়ারা।

Journalist Name : Uddyaloke Bairagi

Tags:

Related News