প্রেমিকাকে বাঁচাতে শেষ পর্যন্ত লড়ে যাচ্ছেন অভিনেতা সব্যসাচী

banner

# Pravati Sangbad Digital Desk:

 ভালোবাসি ' কথাটা শুনতে যতটা ভালো লাগে এর দায়িত্ত্ব ঠিক ততটাই কঠিন। সম্প্রতি মহাপিঠ তারাপীঠ নামক একটি সিরিয়ালে সাধক বামাখ্যাপার চরিত্রে দেখা যায় সব্যসাচী চৌধুরী। তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা শর্মা তিনিও পেশায় একজন অভিনেত্রী। ছোটো -বড়ো মিলিয়ে প্রায় বহু ছবি - সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তাঁদের প্রেমের কথা কারোরই অজানা নয়। তবে সম্প্রতি মানুষ তাঁদের নতুন করে চিনতে পারছেন। সারা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে তাঁদের ভালোবাসার কথা। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ক্যান্সারে আক্রান্ত। তবে প্রথম দিকে এর নিরাময় হলেও, কিছুদিন আগে আবার নতুন করে ধরা পড়ে। ১৬ই নভেম্বর অর্থাৎ বুধবার মধ্যরাতে হঠাৎই ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবরে তোলপাড় হয় যায় সোশ্যাল মিডিয়া। ছোটো থেকে বড়ো, গায়িকা, সাধারণ মানুষ সবাই ' রেস্ট ইন পিস ' লিখে সোশ্যাল মিডিয়ায় ছাড়েন। ঐন্দ্রিলা শর্মা লোরে যাচ্ছেন। লড়ছে সব্যসাচীও। তাঁদের বর্তমান ঠিকানা হাসপাতাল। আগামীকাল কী হবে, তা নিয়ে যথেষ্ট চিন্তায় চিকিৎসকরা। চিন্তিত আছেন সব্যসাচীও। তবু চেস্টা চালিয়ে যাচ্ছেন। একটা শেষ চেষ্টা। বুধবারের সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ঝড় দেখে সব্যসাচী জানান, "আরেকটু থাকতে দাও ওকে, এসব লেখার অনেক সময় পাবে"। ঐন্দ্রিলা বেঁচে রয়েছে এখনো। চেষ্টা চলছে তাঁর বেচেঁ থাকার। সব্যসাচীও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁকে নিজের কাছে রেখে দিতে। বুধবার সকালে হঠাৎই একাধিকবার হৃদরোগে আক্রান্ত হন বছর ২৪-এর অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্রের খবর, 'সিপিআর' দেওয়া হয়েছে তাঁকে। বিশেষ সূত্রের দ্বারা জানা যাচ্ছে, সিপিআর দেওয়ার পর অবস্থা কিছুটা সামাল দিতে পারেন চিকিৎসকেরা। সেই সময়ের মতো ধাতস্থ হয়েছিলেন ঐন্দ্রিলা। যদিও বিপদ কাটেনি। রয়েছে জ্বর। এ ছাড়াও বাড়তি চিন্তা নতুন করে দেহে বাসা বাঁধা ক্যানসারকে নিয়ে। ১ লা নভেম্বর সন্ধ্যায় হঠাৎই স্ট্রোকে আক্রান্ত হন ক্যান্সারজয়ী ঐন্দ্রিলা। সময় নষ্ট না করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ওই মুহূর্তেই। এরপর থেকে সেখানেই চলছে তাঁর চিকিৎসা। শুধু ঐন্দ্রিলা নন, তাঁর এই লড়াইয়ে প্রথম দিন থেকে আছেন প্রেমিক সব্যসাচীও। এ যেনো শুধু ঐন্দ্রিলার লড়াই নয়, লড়াই সব্যসাচীও। তাঁর ভালোবাসাকে বাঁচিয়ে রাখার লড়াই। গত সপ্তাহে চিকিৎসায় বেশ উন্নতি হয়েছিলো অভিনেত্রীর। তাঁকে ভেন্টিলেশনে সি-প্যাপ সাপোর্টে রাখা হলেও কিছুটা হাত নেড়ে প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করছিলেন ঐন্দ্রিলা। চিকিৎসকেরাও আশার আলো দেখছিলেন। কিন্তু গত তিন দিন ধরে তাঁর শরীরের অবনতি হতে থাকে। এই ঘটনায় তাঁর প্রেমিক সব্যসাচীও প্রার্থনা করতে বলেছিলেন সকলকেই। জানা যায়, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মাথার যেদিকে অস্ত্রোপচার করা হয়, তাঁর বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। ঐন্দ্রিলার জন্য সারা সোশ্যাল মিডিয়ায় জুড়ে চলছে প্রার্থনা। সাথে মানুষরা প্রার্থনা করে যাচ্ছে এই ভালোবাসা বেঁচে থাকারও।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Papri Chakraborty

Related News