সপ্তাহ শেষেই রাজ্যে আরও কিছুটা কমবে তাপমাত্রা

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে ইতিমধ্যেই হানা দিয়েছে উত্তরে ঠাণ্ডা হাওয়া। তবে তাপমাত্রা কমলেও সেই অর্থে শীত পড়েনি বঙ্গে। কিন্তু আলিপুর হাওয়া অফিস যা খবর দিয়েছে তাতে এবার রাজ্যের শীত প্রেমীদের মুখে হাসি ফুটতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহ শেষেই রাজ্যে জাঁকিয়ে বসবে শীত। রাজ্যের প্রায় সর্বত্র ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হেরফের ঘটবে। অন্যদিকে সকালের দিকে বাড়বে কুয়াশা, উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নামার সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। সেই সাথে আপাতত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।আবহবিদরা জানাচ্ছেন, রাজ্যের আকাশ পরিষ্কার থাকলে তবেই  রাজ্যে শীতল বাতাস ঢুকতে পারবে সহজে। তার ফলে শীত বেশ ভালো  ভাবেই পড়বে বলে জানাচ্ছেন তাঁরা। অন্যদিকে চলতি মরশুমে রাজ্যের মানুষ বেশ ভালোই শীত উপভোগ করতে পারবেন বলে  আগেই জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস। শুধু তাই নয়, হাওয়া অফিসের পর্যবেক্ষণ, জাঁকিয়ে শীত পড়ার পাশাপাশি রাজ্যে দীর্ঘ স্থায়ী হবে শীত। আর রাজ্যের আকাশ আপাতত পরিষ্কার থাকার কারণে সপ্তাহ শেষের দিকে তাপমাত্রার পরিবর্তন বেশ ভালোই লক্ষ্য করা যাবে। আপাতত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

#Source: online/Digital/Social Media News   # Representative Image 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News