‘ডুডল ফর গুগল’ ২০২২-এর প্রতিযোগিতায় বিজয়ী কলকাতার শ্লোক মুখার্জি

banner

# Pravati Sangbad Digital desk:

শিশু দিবস উপলক্ষে প্রতি বছর গুগল আয়োজন করে 'ডুডল ফর গুগল' প্রতিযোগিতার। ১৪ নভেম্বর গুগলের তরফে ঘোষণা করা হয় এই বছরের সেরা প্রতিযোগীর নাম। কলকাতার শ্লোক মুখোপাধ্যায়ের ডুডল আর্টে এই বছরের 'সেরার সেরা' নির্বাচিত হয়েছে। গুগল সোমবার গুগল প্রতিযোগিতার জন্য ২০২২ ডুডলের বিজয়ী ঘোষণা করেছে। এই বছর, কলকাতার শ্লোক মুখার্জী 'কেন্দ্রের মঞ্চে ভারত' শিরোনামের অনুপ্রেরণামূলক ডুডলের জন্য ভারতের জন্য বিজয়ী ঘোষণা করা হয়েছিল। শ্লোকের ডুডলও ১৪ই নভেম্বর Google.co.in-এ প্রদর্শিত হচ্ছে। তার ডুডল শেয়ার করে, শ্লোক লিখেছেন, "আগামী ২৫বছরে, আমার ভারতে বিজ্ঞানীরা মানবতার উন্নতির জন্য তাদের নিজস্ব পরিবেশ-বান্ধব রোবট তৈরি করবে। ভারত পৃথিবী থেকে মহাকাশে নিয়মিত আন্তঃগ্যালাক্টিক ভ্রমণ করবে। ভারত যোগ এবং আয়ুর্বেদে আরও উন্নতি করবে, এবং আগামী বছরগুলিতে আরও শক্তিশালী হবে।" "আগামী ২৫ বছরে, আমার ভারত হবে..." থিমের প্রতি সাড়া দিয়ে এই বছরের প্রতিযোগিতাটি ভারতের ১০০ টিরও বেশি শহর থেকে ১ থেকে ১০ শ্রেণী পর্যন্ত শিশুদের কাছ থেকে ১১৫,০০০ টি প্রবেশিকা পেয়েছে। বিচারক প্যানেলে অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং টিভি ব্যক্তিত্ব নীনা গুপ্তা, টিঙ্কল কমিকসের প্রধান সম্পাদক, কুরিয়াকোস ভাইসিয়ান, ইউটিউব ক্রিয়েটর স্লেইপয়েন্ট এবং শিল্পী ও উদ্যোক্তা আলিকা ভাট, কে Google ডুডল টিমের সাথে অন্তর্ভুক্ত ছিলেন। শ্লোক নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। কাকার কাছেই আঁকার হাতেখড়ি তার। ছোটবেলা থেকেই আঁকতে ভালবাসে শ্লোক। এই বছরের বিষয় ছিল, আগামী ২৫ বছরে ছাত্রছাত্রীরা ভারতে কেমন রূপে দেখতে যায়। শ্লোকের ডুডলের নাম 'ইন্ডিয়া অন দ্য সেন্টার স্টেজ'। এই ডুডলে ছোট্ট শ্লোক ভারতকে আগামী বছরে সে কী ভাবে দেখতে যায় তার প্রতিফলনটি তুলে ধরেছে। শ্লোকের কাকা সায়ন মুখোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে বলেন, ''প্রতিযোগিতার বিষয় শোনার পর শ্লোক নিজে থেকেই একটা লিস্ট তৈরি করে ফেলে যে, ওর ভাবনায় ভারত আগামী দিনে কোন কোন ক্ষেত্রে বিশ্বদরবারে আরও অনেক বেশি পরিচিতি পাবে। যেমন ভাবনা তেমন কাজ। যোগাসন, রোবোটিক্স, মহাকাশ গবেষণা, পরিবেশ, আয়ুর্বেদ শাস্ত্র-- এই নানা দিক তুলে ধরেছে শ্লোক তার ডুডল আর্টে। ছোট থেকেই নিজের ভাবনাকে রংতুলিতে তুলে ধরাই শ্লোকের অভ্যাস। আঁকার প্রতি ঝোঁক ওর মানসিক বিকাশের পাশাপাশি ভাবনাচিন্তার বিকাশেও সাহায্য করে।'' এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর শ্লোক গুগলের তরফ থেকে ৫ লক্ষ টাকার স্কলারশিপ পায়। এ ছাড়াও ২ লক্ষ টাকার টেকনোলজিক্যাল প্যাকেজও দেওয়া হয় শ্লোককে

#Source: online/Digital/Social Media News   # Representative Image



Journalist Name : Sampriti Gole

Related News