পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, রাজ্যকে সতর্ক করলো জাতীয় পরিবেশ আদালত

banner

#Pravati Sangbad Digital Desk :

রাজ্যে মাত্রা ছাড়িয়েছে দূষণ, সতর্ক করলো জাতীয় পরিবেশ আদালত। পরিবেশ দূষণে দেশের অন্যান্য রাজ্যের নাম আগে থেকেই রয়েছে তবে এবার সেই তালিকায় নিজের নাম করে নিল বাংলা। উন্নয়নের নামে বড়বড় ইমারত, হাইওয়ে, ফ্লাইওভার, করিডরের নামে যে বৃক্ষ নিধন হয়েছে পরিবেশ আদালতের রিপোর্টে তা স্পষ্ট। সম্প্রতি, রাজ্যের মুখ্যসচিবকে এমনটাই চিঠি দিয়ে জানিয়েছে পরিবেশ আদালত। রাজ্যের পরিবেশবিদরা বলছেন, ‘বৃক্ষরোপণের নামে যে গাছ লাগিয়েছে রাজ্য বন দফতর, তা ছোট বাহারি গাছ। তাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় না।‘ অর্থাৎ রাজ্যের বন দফতরের কিছু কর্তাও পরিবেশ আদালতের বক্তব্যে শিলমোহর দিচ্ছেন।

রাস্তার ধূলিকণা কিংবা ডাস্ট পার্টিক্যাল ধরে রাখার ক্ষমতা একমাত্র রয়েছে বড় বৃক্ষ জাতীয় গাছের। অন্যদিকে শহরের বুকে যত পুরনো বৃক্ষ ছিল সবই উন্নয়নের কারণে বলি দিয়েছে রাজ্য সরকার। আর তাতেই ক্ষতি হয়েছে অনেকটাই। পাশাপাশি ইমারত গড়ার কাজ তো আছেই। তাছাড়া যে সমস্ত যানবাহন রাস্তায় চলে তাঁদের বেশির ভাগই ফিট নয়, তাঁদের থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া পরিবেশের আরও ক্ষতি করছে, বলেই মত পরিবেশবিদদের।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News