Flash news
    No Flash News Today..!!
Wednesday, May 1, 2024

আজ মরশুমের শীতলতম দিন, দ্রুত আরও নামবে তাপমাত্রা

banner

#Pravati Sangbad Digital Desk:

কলকাতায় চলতি মরশুমের শীতলতম দিন। শহরের তাপমাত্রা নামল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা বিগত পাচঁ বছরের রেকর্ড ভাঙল বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। নভেম্বরে শহরের এই তাপমাত্রা কার্যত বিরল বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বর্তমানে রাজ্যে অবাধ এবং বাধাহীন ভাবেই প্রবেশ করছে উত্তুরে হাওয়া। ফলে চলতি সপ্তাহেই আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অন্তত ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম, এই জেলাগুলিতে শীতের আমেজ বেশি থাকবে। সোমবার থেকে ক্রমশই নিম্নমুখী হচ্ছে শহরের তাপমাত্রা। গত সোমবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। এরপর মঙ্গলবার তাপমাত্রা এক ধাক্কায় নামল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার আরও নেমে তাপমাত্রা দাঁড়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। আর এবার বৃহস্পতিবার আরও কমে তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। শীতের এই মিনি স্পেলে শহরে নভেম্বরের এই পারদ পতন বিরল বলেই মনে করছেন অধিকাংশ আবহাওয়াবিদ। ফলে চলতি মরশুমে কনকনে শীতের অপেক্ষায় রাজ্যবাসী। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯। বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে সপ্তাহান্তে পারদ আরও নামার সম্ভাবনা।


Journalist Name : Sampriti Gole

Related News