উত্তুরে হাওয়া দাপটে আরও জাঁকিয়ে পড়বে ঠান্ডা

banner

#Pravati Sangbad Digital Desk:

সত্যি হলো  আবহাওয়া দপ্তরের পূর্বাভাসই।  বৃহস্পতিবারের পর শুক্রবারও সকাল থেকে ঠান্ডার রেশ শহর থেকে শহরতলীতে। শুক্রবারের ভোরের উত্তুরে হাওয়া  শরীরে  কাঁপনি  ধরিয়ে দিল ।আগামী কয়েক দিন তাপমাত্রা এরকমই থাকবে  জানা গিয়েছে । জেলাগুলোর ক্ষেত্রে তাপমাত্রা নিম্নমুখী হবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলায় আকাশ পরিষ্কার থাকবে। নভেম্বরে শেষে শীতের ভরপুর আমেজ রাজ্যজুড়ে। কলকাতায় গত সোমবার তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি, বুধবার ১৭ ডিগ্রি এবং বৃহস্পতিবার ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস৷ বৃহস্পতিবার ছিল এমরশুমের  সবচেয়ে বেশি  শীতলতম দিন।বিগত ৫ বছরের তাপমাত্রার ইতিহাসে নভেম্বরে এমন ঘটনা প্রথমবার হল। তবে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়েছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা  ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক  ডিগ্রি কম ।  তবে সন্ধের পর থেকে তাপমাত্রা কমলেও বেলা বাড়লেই শীতের অনুভূতি কিন্তু ফিকে হচ্ছে। আবহবাওয়াবিদরা জানিয়েছেন, এই পরিস্থিতিই আপাতত বহাল থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আপাতত কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। এবছর নভেম্বরের শুরু থেকেই শিরশিরে হাওয়া অনুভূত হচ্ছিল। মাঝের দু’দিনে সেভাবে শিরশিরে হাওয়া অনুভূত হচ্ছিল না। কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। সেই নিম্নচাপের অভিমুখ ছিল  উত্তর -পশ্চিম দিক। সেই নিম্নচাপের কারণে উত্তরে হাওয়ার গতিপথ রুদ্ধ হচ্ছিল। ফলে শিরশিরে হাওয়ার প্রভাব কিছুটা হলেও কমে গিয়েছিল। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, শীত দোরগোড়ায়  চলে এসেছে । আগামী ২-৩ দিনের মধ্যেই তাপমাত্রা নিম্নমুখী হবে। কারণ নিম্নচাপ সরে গিয়েছে। 



বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকেই তা  হারে হারে টের পেল  মানুষ । আজ পারদ নামল অনেকটাই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম। আকাশ মূলত পরিষ্কার থাকায় তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। হাড়কাঁপানো ঠান্ডার  ব্যাপারে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, তাপমাত্রার পারদ বেশ খানিকটা নামতে শুরু করবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। সেই সময় থেকেই   হারকাঁপানো শীত পরবে। শহর থেকে জেলা হু হু করে বাড়বে ঠান্ডা। উত্তুরে হাওয়ার হাত ধরে পশ্চিমের জেলাগুলিতেও ডিসেম্বেরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীতের ইঙ্গিত মিলেছে।আবহাওয়া দফতর সূত্রে  আরও জানা গিয়েছে, নভেম্বরের শেষ সপ্তাহে রাজ্যের পশ্চিমের সব জেলাতেই ঠান্ডার দাপট বেশি থাকবে। আগামী চার-পাঁচ দিন কলকাতায় বেলার তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় তিন-চার ডিগ্রি কমবে। জানা গিয়েছে ,পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় আগামী কয়েকদিনই ঠান্ডার দাপট  অনেকটাই  বেশি  থাকবে। অন্য দিকে  সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে , আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্তটি। ওই ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। এর জেরে আগামী দিনে আবহাওয়ায় কোনও প্রভাব পড়ে কি না, তা খতিয়ে দেখছেন আবহবিদরা।



Journalist Name : Susmita Das

Related News