টেট পরীক্ষার্থীর চাপ সামলাতে পরিবহনের বিশেষ ব্যবস্থা, টেট পরীক্ষার দিন পরীক্ষার্থীদের সুবিধার্থে চলবে বেশি সংখ্যক ট্রেন,বাস ও মেট্রো

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

আগামী ১১ ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে টেট পরীক্ষা। প্রায় ছয় লাখ ৯০ হাজার  পরীক্ষার্থী এই বছর পরীক্ষায় বসতে চলেছে। ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের  জন্য হতে চলেছে টেট পরীক্ষা । প্রায় ১৪০০ টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা।গোটা রাজ্য জুড়ে হাজার হাজার পরীক্ষার্থীর জন্য পরিবহন সচল রাখতে বিশেষ ব্যবস্থা প্রশাসনের।অন্যান্য দিনের তুলনায়  ১১ ডিসেম্বর বাস, ট্রেন, মেট্রোয় যাত্রীসংখ্যা বাড়বে অনেকটা। ঠিকঠাক যাত্রী পরিষেবা দেওয়াই বড় চ্যালেঞ্জ। সেকথা মাথায় রেখে ছুটির দিনে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলবে বেশি সংখ্যক বাস ও ট্রেনও।

রবিবার, ১১ ডিসেম্বর টেট  পরীক্ষার্থীদের  বলা হয়েছে, ১১ টার মধ্যে পরীক্ষার্থীদের হলে ঢুকতে হবে। তারপর আর ঢুকতে দেওয়া হবে না । প্রশ্নপত্র রাখা থাকবে থানায়। সেন্টার ইনচার্জের হাতে প্রশ্নপত্র ১১ টার আগে কোনওভাবেই পৌঁছবে না। রাজ্যব্যাপী এই পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনায় কোমর বেঁধে নেমেছে নবান্ন।

পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে যাতে  টেট পরীক্ষার্থীদের  কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে এবার তৎপর কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষও। ছুটির দিনেও চালানো হবে বাড়তি মেট্রো পরিষেবা।মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার বাড়ছে ৮টি মেট্রো। রবিবার সাধারণত ১৫ মিনিটের ব্যবধানে চলে মেট্রো। তবে টেট পরীক্ষার শুরুর আগে পর্যন্ত  ৭মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে। বিকেলের দিকে ১০ মিনিট অন্তর মিলবে মেট্রো।ওই দিনে সব মিলিয়ে ১৩৮টি মেট্রো চলাচল করবে নর্থ-সাউথ লাইনে। আপ ও ডাউন লাইনে ৬৯টি করে মেট্রো যাতায়াত করবে ওইদিনে। পরিস্থিতি অনুযায়ী যদি প্রয়োজন হয়, তাহলে মেট্রো রেলের সংখ্যা আরও বাড়ানো হবে রবিবার। এছাড়াও ভিড় সামাল দেওয়ার জন্য মেট্রোর অনেক আধিকারিক ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পরীক্ষার্থীদের যাতে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়, সেই জন্য মহানায়ক উত্তম কুমার, এসপ্ল্যানেড, শোভাবাজার-সুতানটি, দমদম ও দক্ষিণেশ্বর স্টেশনে  অতিরিক্ত কর্মী  থাকবে ।

পাশাপাশি, শিক্ষা দফতরের তরফেও নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 
  এছাড়া ওইদিন  পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্তও নিয়েছে পরিবহন দফতর(WB Transport Department)। এমনকি পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, পরীক্ষার জন্য ওই দিন তারা বাড়তি ট্রেন চালাবে।

পরিবহন দফতর সূত্রে খবর, রবিবার শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য পথে নামবেন কয়েক লাখ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেকরা। ট্রাফিক সচল রাখতে পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী জানিয়েছেন, রবিবার পথে থাকবে ২ হাজারেরও বেশি সরকারি বাস । সাধারণ দিনে প্রায় ৩৬ হাজার বেসরকারি বাস রাস্তায় চলাচল করে। রবিবার ছুটির দিন হলেও স্বাভাবিক বাস পরিষেবা চালু থাকবে বলে আশ্বাস পরিবহনমন্ত্রীর। এছাড়া রাস্তায় ট্রাফিকের তরফেও খোলা হচ্ছে কন্ট্রোল রুম। যান চলাচল সচল রাখতে রাস্তায় মোতায়েন থাকবে অতিরিক্ত অফিসাররা। সপ্তাহের বাকি দিনগুলোর মতোই স্বাভাবিক থাকবে ফেরি চলাচলও।

  পর্যাপ্ত পরিমাণ পরিবহনের ব্যবস্থা যেমন করা হচ্ছে তেমনি থাকবে মেডিক্যাল টিম , পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে অগ্নিনির্বাপক ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ যাতে ঠিক থেকে সেদিকেও লক্ষ্য রাখা হবে। প্রতিটি মহকুমায় বিশেষ নজদারির টিম গঠন করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নিয়ম ঠিকঠাক মেনে চলে সেদিকে বিশেষ নজর থাকবে।

Journalist Name : Susmita Das

Related News