শীঘ্রই প্রকাশিত হতে চলেছে টেট পরীক্ষার ফল

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

পাঁচ বছর পর রবিবার সম্পন্ন হল টেট পরীক্ষা। রবিবার অর্থাৎ ১১ই ডিসেম্বর ছিল প্রাথমিকের টেট পরীক্ষা, যার দরুন নেওয়া হয়ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল থেকে চালানো হয়ে অতিরিক্ত মেট্রো ও বাস। এছাড়াও রবিবার উত্তর ও দক্ষিণ করিডরে ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হয়। অতিরিক্ত এই ৮টি ট্রেন প্রতি ৭ মিনিট অন্তর চলে। পর্ষদের তরফে পরীক্ষায় একাধিক কড়া নিয়ম ছিল। পরীক্ষার হলে সকল ব্যবস্থা খতিয়ে দেখতে পর্ষদ সভাপতি গৌতম পাল নিজে পরিদর্শন করতে গিয়েছিলেন। এদিন কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি হলেও পর্ষদের মতে এবারের টেট পরীক্ষা শান্তিতেই সম্পন্ন হয়েছে। পাঁচ বছরের অপেক্ষা শেষে রবিবার টেট পরীক্ষায় ৬ লক্ষ ১৭ হাজার ৪৭৩ জন পরীক্ষা দিতে সক্ষম হয়েছেন। ১০ হাজার ৬০০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন পরীক্ষার্থীরাও এবার পরীক্ষা দিয়েছেন।

তবে জানা গিয়েছে, এদিন বেশ কিছু জেলায় যানজট নিয়ে সমস্যা দেখা যায়। যানজটের দরুন পরীক্ষায় বসতেও অনেকে পারেননি। মুর্শিদাবাদের বহরমপুরে সবচেয়ে বেশি যানজটের সমস্যা দেখা দিয়েছে। বহু পরীক্ষার্থী এই যানজটের কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি বলেও জানান পরীক্ষার্থীরা নিজে। পরীক্ষার আগেই বৃহস্পতিবারের বৈঠকে টেট-র ফলপ্রকাশের দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকের পর পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিরদের কাছে দাবি করেন, টেট হওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যেই পরীক্ষার ফলপ্রকাশ করে দেওয়া হবে। 

এদিন পরীক্ষা শেষে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, 'পর্ষদ খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে এইটুকু বলতে পারি৷ মডেল উত্তরপত্র আমরা পাবলিশ করব’। তিনি আরও দাবি করেছেন, ‘আমার জীবনে আমি এই প্রথম স্বচ্ছভাবে পরীক্ষা নিতে দেখলাম৷’ সাম্প্রতিককালে শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যে অশান্তকর পরিবেশ সৃষ্টি হচ্ছিল। সেই আবহে এরূপ শান্তির মধ্যেই পরীক্ষা শেষ হওয়াটা বেশ ভালো বিষয়। পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠকে বলেন, "জীবনে এই প্রথম স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে। পরীক্ষায় কেউ বিঘ্ন ঘটানোর সাহস পায়নি"। জানা গিয়েছে, তিনি আসার আগে বোর্ডকে চারবার এক্সটেনশন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবু টেট নেওয়া যায়নি। তিনি আসার পর টেট নেওয়া সম্ভব হল। বায়োমেট্রিক পরিচয় যাচাই নিয়ে গৌতম পাল জানান, "রেজাল্টের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। পরীক্ষাকেন্দ্রে প্রত্যেক পরীক্ষার্থীর ফেসিয়াল রেকগনিশন করা হয়েছে। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ছাড়া টেট পরীক্ষা নেওয়া সম্ভব হতো না"।

Journalist Name : Puja Adhikary

Related News