আগামী ২৫শে জানুয়ারির মধ্যে পঞ্চায়েত উন্নয়নের পরিকল্পনার কথা জানাতে হবে রাজ্যকে, নির্দেশিকা নবান্নের

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও নির্ঘণ্ট প্রকাশ করা হয়নি। কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই এগোতে চাই রাজ্য পঞ্চায়েত দফতর। সূত্রের খবর, রাজ্য পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আগামী ২৫শে জানুয়ারির মধ্যে রাজ্যের প্রত্যেক পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদকে তাঁদের উন্নয়ন পরিকল্পনার কথা জানাতে হবে। শুধু তাই নয়, সেই পরিকল্পনার কথা জানিয়ে তা ‘স্বরাজ’ পোর্টালে জমা দিতে হবে।

 রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, সামনে পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখেই রাজ্য সরকার এই ধরনের কর্মসূচী করছে। যদিও তা অস্বীকার করেছে রাজ্য পঞ্চায়েত দফতর। রাজ্য পঞ্চায়েত দফতরের আধিকারিকদের মতে, এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। অনেক আগে থেকেই রাজ্য সরকার এই পরিকল্পনার কথা জানিয়েছিল।

 আরও জানা গিয়েছে, রাজ্য পঞ্চায়েত দফতরের তরফ থেকে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিতে বলা হয়েছে, তার মধ্যে রয়েছে স্বাস্থ্য পরিকাঠামো, দারিদ্র দূরীকরণ, নারী সুরক্ষা, নির্মল সমাজের মতো বিষয়। সূত্রের খবর, আগামী এপ্রিল মাস নাগাদ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য রাজ্যের বরাদ্দ অর্থ পাঠাতে শুরু করেছে কেন্দ্র সরকার। সেই সাথে সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে সমস্ত রাজ্যগুলিকে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে কড়া নির্দেশিকাও দেওয়া হয়েছে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News