শিক্ষক নিয়গে অবৈধ লেনদেনের হিসাব রাখবে ইডি, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

এবার রাজ্য নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগে তদন্তের ভার গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওপর। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি নিয়োগের একটি মামলার শুনানিতে ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এর আগে রাজ্য শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তের দায়িত্ব গিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-র ওপর। ইতিমধ্যেই তাঁরা অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছেন তদন্ত প্রক্রিয়া।


 তবে সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রচুর পরিমাণে অবৈধ লেনদেন হয়েছে। যা আদালতে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এবার সেই অবৈধ নেলদেনের হিসাব জানতেই আরও এক কেন্দ্রীয় সংস্থাকে তদন্তে নিযুক্ত করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ‘আগামী ২১শে ডিসেম্বরের মধ্যে ১০২ জন চাকরি প্রার্থীর কাউন্সেলিং করানোর জন্য’। শুধু তাই নয়, পাশাপাশি ২৯শে ডিসেম্বরের মধ্যে তাঁদের সকলকে বৈধ নিয়োগপত্র দিয়ে চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছেন তিনি।

 অন্যদিকে যে ৯৫২ জন প্রার্থীর ওএমআর শিট জমা পড়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে, সেই সমস্ত ওএমআর শিটকে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন তিনি। বর্তমানে  রাজ্য স্কুল সার্ভিস কমিশন গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে রয়েছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর কথায়, “আগে জল থেকে কাঁদা সরিয়ে জলকে স্বচ্ছ করুন”। অর্থাৎ দুর্নীতি দমনে রাজ্য স্কুল সার্ভিস কমিশনের যে এখনও কিছুটা সময় লাগবে তা স্পষ্ট বোঝায় যাচ্ছে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News