Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু, ভোট দিলেন প্রধানমন্ত্রী

banner

#Pravati sangbad Digital Desk:

 আজ গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এদিন গুজরাট বিধানসভা (Gujarat Assembly Election) নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় ধাপে ১৪টি জেলা জুড়ে ৯৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকালে আহমেদাদাবের নিশান পাবলিক স্কুলের ভোটকেন্দ্রে গিয়ে প্রধানমন্ত্রী ভোটাধিকার প্রয়োগ করেন। এরপরই ভোটদান নিয়েও বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী খানিকটা দূর থেকে পায়ে হেঁটে নিজের ভোটকেন্দ্রে যান। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার দু’ধারে ভিড় উপচে পড়ছিল অসংখ্য সাধারণ নাগরিকের। প্রধানমন্ত্রী হাত নেড়ে সাধারণ মানুষকে সম্বোধন জানান। স্বাভাবিকভাবেই বিরোধীদের মনে প্রশ্ন ওঠে, ভোটের দিন এভাবে রোড শোর মতো পরিস্থিতি তৈরি করে ফেলাটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা নয় তো?

ভোট দেবেন নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদিও। তবে প্রবীণ নাগরিকের কারণে বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। উল্লেখ্য, ২.৫ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৮৩৩ জন প্রার্থীর মধ্যে থেকে বিধায়ক নির্বাচন করার জন্য। গত এক ডিসেম্বর অনুষ্ঠিত হয় প্রথম ধাপের নির্বাচন। জানা গিয়েছে, ২৬,৪০৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। সেই সকল স্থানে ২৯,০০০ জনেরও বেশি প্রিসাইডিং অফিসার এবং ৮৪,০০০ জন পোলিং অফিসারকে এই সাইটগুলিতে পোস্ট করা হয়েছে। ভোট দেওয়ার সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোটের জন্য প্রায় ৩৬,০০০ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে। জানা গিয়েছে, আমেদাবাদে সপরিবারে ভোট দিলেন অমিত শাহ। তবে দলের বৈঠক থাকায় মোদি ও শাহ দু’জনেই সকালে ভোট দিয়ে দিল্লি ফিরবেন। দ্বিতীয় দফার নির্বাচনে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ৪.৭৫ শতাংশ। এদিনই দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষনেতৃত্বের উপস্থিতিতে ২৪-এর লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হবে।

ভোট দিলেন আনন্দীবেন প্যাটেল। জানা গিয়েছে, ১৪টি জেলা জুড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত ৯৩টি মডেল ভোট কেন্দ্র এবং সমান সংখ্যক পরিবেশবান্ধব ভোট কেন্দ্র থাকছে। এছাড়া শুধুমাত্র মহিলা ভোট কেন্দ্র থাকবে ৬৫১টি। রাজ্যের নির্বাচনী সংস্থা অনুসারে মনোনীতদের মধ্যে ২৮৫ জন নির্দলও রয়েছে। দ্বিতীয় দফার ভোটে, বিজেপি এবং অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন AAP ৯৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ও কংগ্রেস ৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তার জোটের শরিক জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) দুটি আসনে প্রার্থী দিয়েছে।আহমেদাবাদ, ভাদোদরা, গান্ধীনগর এবং অন্যান্য জেলা জুড়ে বিস্তৃত ৯৩টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। গড় ভোটার ৬৩.৩১ শতাংশ রেকর্ড করা হয়েছে। ভোট গণনার তারিখ ৮ ডিসেম্বর।

পাশাপাশি সোমবার রাহুল গান্ধী অভিযোগ করেছেন, গুজরাটের দ্বিতীয় দফার নির্বাচনের আগেই নিখোঁজ কংগ্রেসের বিদায়ী বিধায়ক তথা দান্তা কেন্দ্রের প্রার্থী কান্তি খারাদি। তিনি টুইটে লেখেন, "কংগ্রেসের জনজাতি নেতা ও দান্তা বিধানসভার প্রার্থী, কান্তিভাই খারাদির উপর বিজেপির গুন্ডারা নির্মমভাবে আক্রমণ করেছিল এবং এখন তিনি নিখোঁজ।"

উল্লেখ্য, এদিন ভোট দিয়ে নরেন্দ্র মোদী বলেন, "গুজরাট, হিমাচল প্রদেশ ও দিল্লির বাসিন্দারা গণতন্ত্রের উৎসব উদযাপন করছেন। আমি দেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আর শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমি নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাতে চাই।"


Journalist Name : Puja Adhikary

Related News