বিছানায় শুয়ে থাকলেই মিলবে লক্ষ্য লক্ষ্য টাকা !

banner

#Pravati Sangbad digital Desk:

 পর প্রায় বেশিরভাগ অফিসগুলি বাড়িতে থেকে কাজের সুযোগ করে দিয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার তাড়া না থাকলেও বাড়িতে বসে এক দৃষ্টিতে চেয়ে থাকতে হচ্ছে ল্যাপটপের সামনে। সারাক্ষণ কাজে লাগাতে হচ্ছে নিজের ব্রেইনকে। এসব ছেড়ে সকলেই চায় একটু বিশ্রাম। আর সেই বিশ্রামের জন্যই যদি মেলে বেতন তাহলে তো আর কথাই নেই।

কাজ বলতে কেবলমাত্র বিছানায় শুয়ে টিভি দেখা। আর এই কাজের জন্যই পাওয়া যাবে লাখ লাখ টাকা। সম্প্রতি নাসা মধ্যাকর্ষণ শক্তি নিয়ে গবেষণা করছে। তার জন্য এমন কয়েকজন লোক নিয়োগ করেছে , যাঁদের কাজ শুধু বিছানায় শুয়ে থাকা। এই কাজের জন্য তাদের ২ মাস রাখা হয়। শুধু তাই নয় ,  নাসা ক্রমাগত তাদের উপর নজর রেখেছিল। ২ মাস শেষ হলে এই কাজের জন্য তাদের দেওয়া হয়েছিল ১৮,৫০০ মার্কিন ডলার যার ভারতীয় মূল্য ১৪.৮ লক্ষ টাকা।

এই কাজের জন্য নির্বাচন করা ২৪ জন লোক ৬০ দিন বিছানায় শুয়ে কাটিয়েছেন। শুনে যতটা সহজ মনে হচ্ছে কাজটা ততটাই কঠিন ছিলো। শুধু শুয়ে থাকা না , সেই শুয়ে থাকা অবস্থাতেই খাবার খাওয়া ও বাকি কাজ সারতে হত। এই সময় বিজ্ঞানীরা মহাকাশ অ্যান্টি-গ্রাভিটির কারণে মহাকাশচারীদের শরীরে যে পরিবর্তনগুলি ঘটে তা পরীক্ষা করছিলেন।

নাসার নিয়মানুসারে, বিছানায় শুয়ে থাকার সময় মাথাটি ৬ ডিগ্রি নিচে কাত করে রাখতে হবে। খাওয়া থেকে শুরু করে টয়লেট সমস্ত কিছুই করতে হবে শুয়ে শুয়ে। ফলে এই কাজে নির্বাচন করার আগে সকলের মানসিক অবস্থা যাচাই করে নেওয়া হয়েছে। 

Journalist Name : পাপড়ি চক্রবর্তী

Related News