ব্রাজিলের ক্লাবে যোগ দিলেন সুয়ারেস

banner

#Pravati Sangbad digital Desk:

নতুন বছরে নতুন ক্লাবের হয়ে খেলবেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেস। ২০২২ সালের শেষ দিনে সুয়ারেস যোগ দিলেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে। ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি। গত মৌসুমের মাঝপথে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে শৈশবের ক্লাব নাসিওনালের তিন মাসের জন্য যোগ দিয়েছিলেন সুয়ারেস।

৩৫ বছর বয়সে নতুন ক্লাবে যোগ দিলেন সুয়ারেজ। সদ্য দল বদলের খাতায় নাম লিখিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি রেকর্ড অর্থে গিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। এ বার নতুন ক্লাবে যোগ দিলেন সুয়ারেজও। জানা গিয়েছে, জানুয়ারির মাঝখানে সুয়ারেজ নতুন দলের সঙ্গে যোগ দিতে পারেন।

২০২৪ সালের ডিসেম্বর অবধি সুয়ারেজের সঙ্গে চুক্তি করেছেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও। দিন কয়েক আগেই লিওনেল মেসির বাড়িতে গিয়েছিলেন সুয়ারেজ। সেখানে বন্ধুর সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করার পাশাপাশি বিশ্বকাপ জয়ের আনন্দও ভাগ করে নেন সুয়ারেজ। মেসির বাড়ি থেকে ফেরার পরই, গ্রেমিওর সঙ্গে চুক্তিতে সই করেছেন সুয়ারেজ। উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে সুয়ারেজ তাঁর ছেলেবেলার ক্লাব ন্যাসিওলান থেকে বিদায় নেন। তার পর থেকে তিনি ফ্রি এজেন্ট ছিলেন।

গ্রেমিওর পক্ষ থেকে সুয়ারেজের দলে যোগ দেওয়ার খবর টুইট করে জানানো হয়েছে। পাশাপাশি সুয়ারেজ নিজেও নতুন বছরে, নতুন ক্লাব গ্রেমিওতে যোগ দেওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

নতুন ক্লাবে যোগ দিয়ে সুয়ারেস বলেন, 'গ্রেমিওতে এই সুন্দর চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি।

এখানে যোগ দিয়ে আমি খুবই রোমাঞ্চিত এবং তা উপভোগ করছি। 'আগামী ১৭ জানুয়ারি সাও লুইসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে গ্রেমিও। এখানে নিজের ট্রেডমার্ক ৯ নম্বর জার্সিতে খেলবেন সুয়ারেস। অ্যাতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা ও লিভারপুলেও ৯ নম্বর জার্সি পরে খেলেছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সুয়ারেজের ক্লাব কেরিয়ারের সব চেয়ে সেরা সময় কেটেছে বার্সেলোনায়। ২০১৪-২০ অবধি বার্সার জার্সিতে ১৯১ টি ম্যাচে ১৪৭টি গোল করেছেন। এর পরের দুটো বছর অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ৬৭টি ম্যাচে ৩২টি গোল করেছিলেন সুয়ারেজ। ২০২২ সালে ন্যাসিওলানের হয়ে খেলেছেন ১৬টি ম্যাচ। তিনি করেছেন আটটি গোল।

নতুন বছরে, নতুন ক্লাবে, নতুন পরীক্ষার সামনে দাঁড়িয়ে উরুগুয়ের তারকা স্ট্রাইকার। ২০১৫ সালে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন সুয়ারেজ। মোট চার বার লা লিগা জিতেছেন বার্সার হয়ে। বার্সা ছাড়ার পর ২০২১ সালে অ্যাটলেটিকোর হয়েও লা লিগা জিতেছিলেন তিনি। ন্যাসিওলানে দ্বিতীয় বার চুক্তিবদ্ধ হওয়ার পর তাদেরও লিগ চ্যাম্পিয়ন করেন সুয়ারেজ। দেশের জার্সিতে ১৩৭টি ম্যাচে ৬৮টি গোল করেছেন সুয়ারেজ।

Journalist Name : Sampriti Gole

Related News