২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নিয়োগের জন্য প্রথম দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

এবার প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে গুরুত্বপূর্ণ খবর  দ্রুত ইন্টারভিউ শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে বিজ্ঞপ্তি দিল পর্ষদ। 

বছর শেষ হওয়ার আগেই মিলল সুখবর! ২০১৪ এবং ২০১৭ সালের প্রাথমিকে টেট  উত্তীর্ণদের জন্য প্রথম দফার ইন্টারভিউয়ের  দিন ঘোষণা করা হল। বুধবার বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামী মঙ্গলবার, ২৭ ডিসেম্বর কলকাতায় ইন্টারভিউ হবে  বলে সংবাদ সূত্র  মাধ্যমে জানা গিয়েছে ।  উৎসবের মরসুমে স্বভাবতই এই খবরে খুশির হাওয়া চাকরি  মহলে ।

কলকাতা হাইকোর্টের নির্দেশে যে চাকরিপ্রার্থীদের নম্বর বেড়েছে, তাঁদের পৃথকভাবে ইন্টারভিউ হবে। চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় সব নথি নিয়ে ইন্টারভিউয়ের জন্য   যেতে নির্দেশ দেওয়া হয়েছে। নথি যাচাইয়ের সময় যদি কোথাও দেখা যায়, সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী অযোগ্য, সেক্ষেত্রে তাঁকে ইন্টারভিউয়ে বসতে দেওয়া হবে না।

চাকরিপ্রার্থীদের ইমেল মারফত ইন্টারভিউয়ের জন্য চিঠি পাঠানো হবে পর্ষদ থেকে। কোন সময়ে ইন্টারভিউ হবে, কোথায় ইন্টারভিউ হবে, সেই সব যাবতীয় তথ্য ইমেলে উল্লেখ করা থাকবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২-এর পোর্টাল থেকেও চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য কল লেটার ডাউনলোড করতে পারবেন বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে ইন্টারভিউতে বেশ কিছু নথি নিয়ে যেতে হবে।পর্ষদ জানিয়েছে, চাকরিপ্রার্থীদের টেটের অ্যাডমিট কার্ড, টেটে উত্তীর্ণ হওয়ার নথি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শংসাপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, বিএড অথবা ডিএলএড/ ডিএড-এর মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট, জাতিগত শংসাপত্র, ভোটার বা আধার কার্ড এবং নিজের একটি পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে রাখতে হবে।

প্রসঙ্গত, রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একের পর এক বেনিয়মের অভিযোগ উঠেছে অতীতে। অভিযোগ উঠেছে, যোগ্য চাকরিপ্রার্থীরা নিয়োগ না পেয়ে বেকার হয়ে বসে রয়েছেন। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিভিন্ন অভিযোগ হয়েছে। তবে বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম পাল। তিনি দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন থেকেই জানিয়ে আসছিলেন, এবার থেকে সবকিছুতে স্বচ্ছতা বজায় থাকবে। প্রত্যেক বছর টেট পরীক্ষা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। সেই মতো দীর্ঘদিন বন্ধ থাকার পর এই বছর ফের রাজ্যে টেট পরীক্ষা হয়েছে। বহু পরীক্ষার্থী এবার টেট পরীক্ষায় বসেছেন।

Journalist Name : Susmita Das

Related News