স্বাস্থ্য পরিকাঠামোতে ডাহা ফেল উত্তরপ্রদেশ

banner

#Pravati Sangbad Digital Desk:

সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগেই রীতিমতো অস্বস্তিতে পরল উত্তরপ্রদেশের যোগী সরকার। কেন্দ্র সরকারের নীতি আয়োগ এর সমীক্ষায় উঠে এলো এমনই তথ্য। নীতি আয়োগ সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উপর সমীক্ষা চালায় এবং তাতেই উঠে আসে এমন তথ্য। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গিয়েছিলেন বেনারস সফরে এবং সেখানে গঙ্গা স্নান সেরে কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেন, ভক্তিভরে পুজো দেন তিনি এবং কাশী বিশ্বনাথ  করিডোরও উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী মঞ্চে উঠে রীতিমতো প্রশংসার ঝুড়ি উল্টে দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী যোগী সরকারের জন্য। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশের সামনে উঠে এলো নীতি আয়োগ এর  রিপোর্ট। নীতি আয়োগ এর অধ্যক্ষ সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেশ কিছু মাস আগে থেকেই নীতি আয়োগ দেশের বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে সমীক্ষা চালায় এবং তার মধ্যে সবথেকে শেষ স্থান লাভ করেছে উত্তর প্রদেশ এছাড়া উত্তরপ্রদেশের পিছু নিয়েছে বিহার এবং মধ্যপ্রদেশ। তবে নীতি আয়োগ এর সমীক্ষায় প্রথম সারিতে রয়েছে কেরল তার সাথে তেলেঙ্গানা এবং তামিলনাড়ু, কিন্তু পশ্চিমবঙ্গ অবশ্য এই সমীক্ষায় অংশগ্রহণ করেনি, তাই স্বাস্থ্যের মাপকাঠিতে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে তা স্পষ্ট হয়নি। বিজ্ঞপ্তি জারি করার পরে নীতি আয়োগ এর বক্তব্য দেশের বাকি সমস্ত রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি উন্নতি করেছে উত্তরপ্রদেশ, এতে খানিকটা স্বস্তিতে যোগী আদিত্যনাথ এর সরকার। এই নিয়ে চতুর্থবার নীতি আয়োগ তার স্বাস্থ্য সুযোগ তৈরি করল। মূলত বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যের বিভিন্ন মাপকাঠির সুবাদে এই রিপোর্ট তৈরি করা হয়। তবে এর আগে অবশ্য দেশ যখন করোনা মহামারীর দ্বিতীয় পর্যায়ে ঠিক তখন উত্তরপ্রদেশের গঙ্গায় বহু মৃতদেহ ভাসতে দেখা গেছে। 

২০১৯-২০ সালের মাতৃকালীন মৃত্যুর হার, শিশুদের টিকাকরন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, হাসপাতলে প্রসবের হার, টিবি চিকিৎসা জন্মকালীন মৃত্যু এবং শিশুদের সুস্বাস্থ্য এই রকম আরো অনেক মাপকাঠিতে নীতি আয়োগ তাদের সমীক্ষা চালিয়ে  ছিল। এতগুলো মাপকাঠিতে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে গুডবয় তকমা পেয়েছে কেরল, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা সরকার। ২০২২ এর মার্চ মাস নাগাদ উত্তরপ্রদেশে বিধানসভা ভোট আর তার আগেই নীতি আয়োগ এর এ সমীক্ষা বিরোধীদের মুখ খোলার উপায় করে দিয়েছে।

নীতি আয়োগ এর এই সমীক্ষা প্রকাশ হওয়ার পর ভারতীয় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, সব সময় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সত্যিটাকে লোকানো যায় না এটাই হলো উত্তরপ্রদেশের যোগী সরকার এর আসল সত্য। তিনি আরো বলেছেন উত্তরপ্রদেশের সাধারণ মানুষ ২০২২ সালের বিধানসভা নির্বাচনে যোগী সরকারকে সঠিক জবাব  দেবে। তবে এ বিষয়ে আদিত্যনাথের সরকার মুখ খুলতে চাইনি, তবে তারা আগের সরকারকে এর জন্য দায়ী করেছেন। নীতি আয়োগ এর প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে ২০১৮ ও ২০১৯ এর তুলনায় ২০১৯ কুড়ি সালে উত্তরপ্রদেশ সরকার স্বাস্থ্য ক্ষেত্রে অনেক উন্নতি করেছে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News