প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয়ে শুরু হতে চলেছে রেমেডিয়াল ক্লাস

banner

#Pravati Sangbad Digital Desk:

ভাষার সমস্যার সমাধান এর জন্য এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেখানো পথ ই অনুসরণ করতে চলেছে প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় এর মত প্রেসিডেন্সি এও শুরু হতে চলেছে রেমেডিয়াল ক্লাস ।ক্লাসের যাবতীয় প্রস্তুতি ও সম্পন্ন হয়েছে এবার শুধু ক্লাস শুরু হওয়ার অপেক্ষা ।

বাম ছাত্র সংগঠন অনেক আগেই মাতৃভাষায় পড়াশোনার জন্য আবেদন করেছিল ।এস এফ্ আই কলেজ নির্বাচন এর দাবি তুলেছিল ।তেমন ই কলেজে পড়াশোনা করার ক্ষেত্রে মাতৃভাষা যাতে চালু করা হয় তার জন্য আবেদন জানিয়েছিল ।টানা ১৭ দিন আন্দোলন ও চালায় তারা ।তাদের দাবি ছিল ,পশ্চিমবঙ্গের অনেক দুর্গম প্রান্ত বা গ্রাম বাংলা থেকে ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার জন্য কলকাতায় আসে ।তবে ছোটবেলা থেকে মাতৃ ভাষায় পড়াশোনা করায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে পড়াশোনা ইংরেজি মাধ্যমে হওয়ায় ছাত্র ছাত্রীরা অসুবিধার মধ্যে পড়ে।ফলে  পড়ার বিষয়ের থেকেও ভাষা ই তাদের পড়ার ক্ষেত্রে বড়ো সমস্যা হয়ে দাঁড়ায় ।ফলে তারা ভালো রেজাল্ট করতে পারেনা ,পিছিয়ে পড়ে।ধীরে ধীরে তারা মানসিক অবসাদের গ্রস্ত ও হয়ে পড়ে।আবার কোনো কোনো মেধাবী ছাত্র ছাত্রী সহ্য না করতে পেরে আত্মহত্যার ও পথ বেছে নেয়। তাই সবার সুবিধার্থে শুধুমাত্র ইংরেজি নয় বরং মাতৃভাষায় ও পড়ার দাবি জানায় এস এফ্ আই রা।


সেই দাবির কথা মাথায় রেখে  প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ও শুরু হতে চলেছে রেমেডিয়াল ক্লাস।প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয় মূলত ইংরেজি মাধ্যম হিসেবেই পরিচিত ।এস এফ্ আই এর দাবি ,ভাষাগত সমস্যার কারণে গত সেমিস্টারে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাড়েন প্রায় ৭০ জন পড়ুয়া।অনেকে আত্মহত্যাপ্রবণ ও হয়ে ওঠেন বলে ওঠে অভিযোগ ওঠে তাদের সহপাঠীদের থেকে।তবে এসব অভিযোগ মানতে নারাজ প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয়।শুধুমাত্র ভাষার জন্য কোনো ছাত্রছাত্রী এমন করেননি - দাবি প্রেসিডেন্সি এর।

এই সেমিস্টার থেকেই জোর কদমে শুরু হবে এই রেমেডিয়াল ক্লাস।আগেও এই ক্লাসের ব্যাবস্থা ছিল প্রেসিডেন্সি তে তবে এবার ক্লাস হবে নিয়মিত রুটিন মাফিক।সপ্তাহে দুদিন হবে এই ক্লাস।

বিভাগীয় প্রধান ও অন্যান্য রা আলোচনা করে ঠিক করবেন কাদের এই ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে ।তাদের এই ক্লাস গুলি করানো হবে ।ক্লাসে কমিউনিকেশন স্কিল এর ওপর জোর দেওয়া হবে এবং ছাত্রছাত্রীদের সমস্যাগুলি সমাধান করা হবে। বাংলা তে পড়ানো না হলেও যাতে ইংরেজি তে পড়তে অসুবিধে না হয় সেই দিক গুলি দেখা হবে ।খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই রেমেডিয়াল ক্লাস।।।

  

Journalist Name : Srimita Sasmal

Related News