পরপর দুদিন কমল দৈনিক সংক্রমণ,চিন্তা বাড়িয়ে একদিনে মৃত ৪, ১৯৪ :

banner

#Pravati Sangbad Digital Desk:

পরপর দুদিন ফের দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ । শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে একদিনে ভাইরাসের কবলে পড়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। এদিকে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন ৪ হাজার ১৯৪ জন। দৈনিক আক্রান্ত ক্রমশ কমতে থাকলেও চার হাজারের গন্ডি ছেড়ে নামছে না মৃত। 
চিকিৎসকরা অবশ্য মনে করছেন, গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা অনেক বেশি ছিল। তাঁরই প্রভাব দেখা যাচ্ছে মৃতের পরিসংখ্যানে । আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মৃত্যুহারএ কমবে বলে ধারণা করছেন তাঁরা। তবে আশার আলো সুস্থতার হারেও। মারণভাইরাসের প্রকোপ থেকে দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন যা দৈনিক আক্রান্তের অনেক বেশি। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৮৭.৮ শতাংশে।
সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৬২ লক্ষ ৮৯ হাজার ২৯০ জন। করোনা থেকে মুক্ত হয়েছেন ২ কোটি ৩০ লক্ষ ৭০ হাজার ৩৬৫ জন। মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৫২৫ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগী ২৯ লক্ষ ২৩ হাজার ৪০০ জন। এখনও পর্যন্ত গোটা দেশে ভ্যাকসিন নিয়েছেন ১৯ কোটি ৩৩ লক্ষ ৭২ হাজার ৮১৯ জন।

রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা সামান্য বাড়ল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৪৭ জন। বৃহস্পতিবার সংক্রমিতের সংখ্যা ছিল ১৯,০৯১। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৯ জনের। সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। সোমবার প্রথম ১০ শতাংশ পার করেছিল। বুধবার তা পৌঁছে গিয়েছিল ১০.২৩ শতাংশে। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছিল ১০.৩৩%। আজ আরও বেড়ে ১০.৪৩ শতাংশে পৌঁছল সংক্রমণ হার। গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন  ১৫৯ জন। গতকাল সংখ্যাটা ছিল ১৬২। রাজ্যে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৪ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৩৩ ও ৪৭। ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়। ৮ জন মারা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হুগলিতে মৃত্যু হয়েছে ৮ জনের।     

 রাজ্যে টানা বাড়ছে সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৭ হাজার ৬২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রামিত হয়েছেন ১৯ হাজার ৮৪৭ জন। সংক্রমণের হার ১০.৪৩%। তা গতকাল ছিল ১০.৩৩ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৩,৫৬০। ৪ হাজার ২৪০ জন সংক্রামিত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১২৪৬, ১৩৯৩ ও ১২৯৬।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত  হয়েছেন ১৯ হাজার ১৭ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৮.১১%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৩২ হাজার ১৮১ জন। 

Journalist Name : Sayantika Biswas

Related News