এবার ঝুলন গোস্বামীর বায়োপিকে দেখা যেতে চলেছে অনুষ্কা শর্মাকে,প্রকাশ্যে এল টিজার

banner

#Pravati Sangbad Digital Desk:

ঝুলন গোস্বামী ,যাকে  দেশের মানুষ একডাকে চেনে তার মহিলা ক্রিকেট দলের জন্য।তিনি হলেন একজন অলরাউন্ডার ক্রিকেটার। ঝুলন গোস্বামী ভারতের মহিলা ক্রিকেট দল,বেঙ্গল উম্যান, ইস্ট জোন উম্যান এবং এশিয়ান এলেভেন  দলের হয়ে ক্রিকেট খেলেন।সেই বিখ্যত ক্রিকেট ব্যক্তির জীবন কাহিনি নিয়েই তৈরি হতে চলেছে হিন্দি মুভি। আর তাতে এবার দেখা যাবে অনুষ্কা শর্মাকে।প্রায় তিন বছর পর ফিল্মে ফিরছেন অনুস্কা। গোটা বিশ্বে করোনা বৃদ্ধির পর থেকে আর ছবি করতে দেখা যায়নি অনুস্কা শর্মাকে। ২০১৮ সালে অনুস্কার "পারি","জিরো" , “সঞ্জু” , ছবি গুলি মুক্তি পেয়েছিল।
এর মধ্যে শাহরুখ এবং অনুস্কা শর্মা অভিনীত "জিরো"  অনুস্কার শেষ ছবি,যেটি বক্স অফিসে তেমন  জনপ্রিয়তা লাভ করতে পারেনি।অনুস্কা শর্মা সেখানে বিশেষভাবে সক্ষম এক বিজ্ঞানীর চরিত্রে অভিনয় কতুনিরতে দেখা গিয়েছিল।এরপরই তিনি দর্শকমহলের জন্য ঘোষণা করেন,তিনি মা হতে ছলেছেন।এর পর তিনি কন্যা সন্তানের জন্ম দেন।এরপর অনুস্কাকে তিন বছর সিল্ভার স্ক্রিনে দেখা যায়নি।২০২১সালের শেষের দিকে শোনা গিয়েছিল প্রযোজক হিসাবে পরিচালক প্রসিত রায়ের সিনেমা চাকদহ এক্সপ্রেসের পাশে থাকলেও অভিনয় করবেন না অনুষ্কা।কিন্তু তিন বছর পর এবার দর্শক তাকে দেখতে পাবে সিলভার স্ক্রিনে।যদিও শোনা গিয়েছিল পরিচালক প্রসিত রায়ের এই প্রোজেক্টের পাশে থাকলেও অভিনয় করবেন না।কিন্তুপরে দেখা যে তিনি শুটিংএ  ফিরছেন।
অবশেষে সমস্ত জল্পনা,গুঞ্জনের অবসান ঘটালেন অনুস্কা নিজেই। বৃহস্পতিবার তিনি নিজেই সেই ছবির টিজার শেয়ার করেছেন।গোটা বিশ্বের মহিলা ক্রিকেটের জন্য এই ছবি খুলে দেবে।অনুষ্কার নতুন ছবির নাম "চাকদাহ এক্সপ্রেস",প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়িকা  ঝুলন গোস্বামীর ভুমিকায় দেখা যাবে অনুস্কাকে।এর আগে “সুলতান” ছবিতে কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করেছিলেন অনুস্কা।ফাস্ট বোলার হিসাবে দেখা যাবে বিরাট ঘরনিকে।২০২০সাল থেকেই এই বায়োপিকের সঙ্গে অনুষ্কার জড়িত থাকার খবর ভাইরাল হতে শুরু করে

ইডেন গার্ডেন ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে শুটিং করতে দেখা গিয়েছিল তাকে।সঙ্গে ছিল ঝুলনও।এরপর করোনা আবহের জন্য বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল।এই বছর অনুস্কা নিজেই ছবিটির টিজার শেয়ার করে লিখেছেন,”এটা খুব একটা বিশেষ ছবি,কারণ এটা অসাধারণ আত্মত্যাগের গল্প।মহিলা ক্রিকেটের দুনিয়ায় এক নতুন দিগন্ত খুলে যাবে।তিনি আরো  লিখেছেন,যখন ঝুলন ক্রিকেটার হওয়ার সিদ্ধান্ত নেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের দেশকে গর্বিত করেন,সে সময়ে মহিলাদের খেলার কথা ভাবাটাও কঠিন ছিল। পুরুষশাসিত সমজে মহিলা হয়ে ক্রিকেটকে পেশা হিসাবে নেওয়া কতটা কঠিন,কত বাধা পেরিয়ে ঝুলন হয়ে উঠতে পেরেছিলেন কিংবদন্তী একটা নাম,এই ছবি সেই গল্পই বলবে। অনুস্কাও বলেন তিনি  ঝুলনের গল্প শুনে গর্ববোধ করেছিল।আর অনুস্কা নিজেও এই ছবি করতে পারার জন্য গর্বিত।এই বছর নেটফ্লিক্সে মুক্তি পেত চলেছে “চাকদহ এক্সপ্রেস”।


কিন্তু ঝুলন গোস্বামী হিসাবে অনুস্কার কামব্যাকে খুশি নন নেট নাগরিকের বড় অংশ।ঝুলনের বায়োপিকে কেন অনুষ্কা,এই নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।কেউ কেউ বলছেন ঝুলন গোস্বামীর ভূমিকায় এমন কাউকে কেন নেওয়া হবে যিনি বাংলা জানেন না!আবার কেউ বলছেন,ঝুলনের বায়োপিকে কেন ফর্সা অভিনেত্রী!বলিউডে শ্যামবর্ণ অভিনেত্রী রয়েছেন।তাদের অনেকেই ভালো অভিনয় করেন।তাহলে কেন তাদের ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে না! আবার কেউ বলেছেন,ঝুলনের লড়াই,যোগত্যার থেকে কি হবে তার  গায়ের রঙ বেশি প্রাধান্য পেল!

Journalist Name : Aditi Sarker

Related News