করোনা আবহে শেষ মূহুর্তে বন্ধ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও বাড়ছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টাই ৯ হাজারের গণ্ডি পার করেছে সংক্রমিত রোগীর সংখ্যা। করোনার বাড়বাড়ন্তের জন্য গত ৩শরা জানুয়ারি থেকে রাজ্যে ফের আরোপ হয়েছে বিধি নিষেধ, বন্ধ হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন, রাশ টানা হয়েছে রাত ১০টার পর অবাধ যাতায়াতেও। 

এবার ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও শেষ মুহুর্তে স্থগিত হয়ে গেল। আগামী ৭ই জানুয়ারি থেকে নির্ধারিত সময়েই শুরু হবে চলচ্চিত্র উৎসব।"রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি মূল্যায়ন করে ও চলচ্চিত্র উৎসব কমিটির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তির কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা নিরীক্ষণ করে রাজ্য সরকার এ বছরের চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে চলচ্চিত্র উৎসবে মানুষের অবাধ প্রবেশে রাশ টানা হয়েছে, হলের ৫০ শতাংশ আসন নিয়ে হবে চলচ্চিত্র উৎসব। গত বছর জানুয়ারিতে ২৬তম চলচ্চিত্র উৎসব কার্যত জাঁকজমক হীন ভাবেই অনুষ্ঠিত হয়েছিল করোনার প্রথম ঢেউয়ের কারণে, নবান্ন থেকেই ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঠিক এই বারেও তার অন্যথা হবে না, ফের নবান্ন থেকেই ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে চলচ্চিত্র উৎসব পুরোপুরি বন্ধ না হওয়াই খুশি চলচ্চিত্র প্রেমীরা।২০২১ সালেই বাংলা চলচ্চিত্রের মহীরুহ সত্যজিৎ রায়ের ১০০তম জন্মবার্ষিকী ছিল, সেই কারণে এই বারের চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে থাকছে বিশেষ শ্রদ্ধার্ঘ। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সত্যজিৎ রায়ের স্মরণে বিশেষ স্মারন ভাষ্য দেবেন পরিচালক সুজিত সরকার।


১৯৭০ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের ছবি “অরন্যের দিনরাত্রি” চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে দেখানো হবে রবীন্দ্র সদনে। আগামী ৭ই জানুয়ারি থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। রবীন্দ্র সদন এবং শিশির মঞ্চসহ আর ১০টি প্রেক্ষাগৃহ থেকে দেখানো হবে উৎসবের নির্ধারিত সমস্ত চলচ্চিত্রগুলি। এই বছর বিভিন্ন ভাষার মোট ১৬১টি চলচ্চিত্র দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে, উতসবে থাকছে প্রায় ৪৬টি ছবি বিদেশি ছবি। উৎসবে আমন্ত্রিত থাকবেন অপর্ণা সেন, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং রঞ্জিত মল্লিকের মতো কিংবদন্তী অভিনেতারা।

এই বছরের কলকাতা চলচ্চিত্র উৎসবের বিশেষ আকর্ষণ ফিনল্যান্ড, সেখানকার বেশ কিছু চলচ্চিত্র দেখানো হবে এই বারের চলচ্চিত্র উৎসবে। তবে এখন দেখার বিষয় এই করোনা পরিস্থিতিতে যখন নাজেহাল জনজীবন সেই সময় চলচ্চিত্র উৎসবে স্বাস্থ্যবিধি মেনে চলা কতটা সক্ষম। ইতিমধ্যেই জানা গেছে চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পরিচালক রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত, করোনা আক্রান্ত তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি। এদিন পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, “স্বাভাবিক ভাবেই চলচ্চিত্র উৎসব পালন করার ইচ্ছে থাকা সত্ত্বেও এই বারের অতিমারি পরিস্থিতিতে তা সম্ভব হল না, কোভিড বিধির কথা মাথাই রেখেই উৎসবে খানিক লাগাম টানতে হয়েছে”।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News