করোনাকে বুড়োআঙুল দেখিয়ে রাজ্যে শুরু গঙ্গাসাগর মেলা

banner

#Pravati Sangbad Digital Desk:

গোটা দেশের পাশাপাশি রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনার তৃতীয় ঢেউ, যার নেপথ্যে মুলত করোনার নতুন প্রজাতি ওমিক্রন। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশ ওমিক্রনে আক্রান্ত। গত দুই সপ্তাহের নমুনার জিনোম সিকুয়েন্স থেকে এমনই তথ্য উঠে আসছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৯ হাজারের ঘরে। গোটা বাংলাতেই করোনার জেরে ত্রাহি ত্রাহি রব। গত ৩শরা জানুয়ারি থেকে রাজ্যে জারি হয়েছে আংশিক লকডাউন, বন্ধ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, বন্ধ পর্যটন কেন্দ্র বিনোদন পার্ক।
কোথাও আবার জেলাস্তরে নানান বিধি নিষেধ আরোপ করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। তবে এত কিছুর মধ্যেও রাজ্যে জারি গঙ্গাসাগর মেলা। আজ ১১ই জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ই জানুয়ারি পর্যন্ত। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের অনেক মানুষ আসেন, আর তাতেও শিয়রে মেঘ দেখছেন চিকিৎসকরা। গত বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় পালিত হয়েছিল কুম্ভ মেলা, আর তাতেই বাড়বাড়ন্তি ঘটেছিল করোনার। কার্যত সুপার স্প্রেডারে পরিণত হয়েছিল কুম্ভ মেলা। এখন রাজ্যের চিকিৎসকমহলের মনে একটাই প্রশ্ন, গঙ্গাসাগর মেলা সুপার স্প্রেডারে পরিণত হবে না তো?
মেলা বন্ধের দাবিতে সরব হয়েছিলেন রাজ্যের চিকিৎসক থেকে শুরু করে সমাজ কর্মীদের একাংশ, হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা পর্যন্ত করা হয়, কিন্তু তাতে অবশ্য বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মেলার পক্ষেই রায় দেন। তবে ইস্নান, ইপুজা এবং ইদর্শনের ওপর জোর দিয়েছে কোলকাতা শীর্ষ আদালত। প্রতিবছরের মতো এই বছরেও বাবুঘাটে হয়েছে গঙ্গাসাগর মেলার ট্রানজিট ক্যাম্প। কার্যত সেও এক মেলার রুপ ধারন করে। ট্রানজিট ক্যাম্পে আসা সাধুদের বেশির ভাগই নেননি করোনার প্রতিষেধক, মানতে নারাজ কোভিড বিধিও।

যদিও রাজ্য সরকারের তরফ থেকে তাদের জন্য ভ্যাকসিনের ব্যাবস্থা করা হয়েছে, বিলি করা হচ্ছে মাস্কও। কোলকাতা হাইকোর্টের নির্দেশকে পুনর্বিবেচনার আর্জিও জানানো হয়েছে। চিকিৎসকদের মতে অবিলম্বে মেলা বন্ধ না করা হলে বিপদসীমা পেরতে বেশি সময় লাগবে না। তাদের মতে মেলাই আশা দর্শনার্থীদের অনেকেই মাঞ্ছেন না সামাজিক দূরত্ব, তা মানা সম্ভবও নয়। শিকেয় তুলেছেন কভিড বিধি। তাদের দাবি মেলার জন্য গঠিত কমিটিতে একজন চিকিৎসক থাকা উচিত, এই কারণে চিকিৎসক মণ্ডলীর আইনজীবী ঋজু ঘোষাল চিকিৎসক কুণাল সরকারের নাম প্রস্তাব করেন কমিটির সদস্য হিসাবে।

তবে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, ৪ঠা জানুয়ারি হাইকোর্টের নির্দেশে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি বেশ উচ্চ মস্তিষ্ক সম্পন্ন তাই নতুন করে অন্য কমিটি তৈরি করার প্রয়োজন নেই। গঙ্গাসাগর মেলায় করোনার লাগাম টানতে জলে নেমে স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। জেলাশাসক জানান, “ মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত বিধি নিষেধ আরোপ করা হয়েছে, কোন স্থানে যাতে ৫০ জনের বেশি মানুষ একসাথে জমায়েত না হতে পারেন সেই দিকে নজর দেওয়া হচ্ছে”। স্নান বন্ধ করার জন্য ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে সর্বত্র। তবে মেলায় আগত সাধুদের স্নানে যাতে কোন রকম অসুবিধা না হয় সেই দিকে নজর দেওয়া হচ্ছে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News