‘শুরু থেকে শেষ পর্যন্ত মনোনয়নের গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করতে হবে।‘ - প্রধান বিচারপতি

banner

#Pravati Sangbad Digital Desk:

বুধবার নির্বাচন কমিশনার হয়েই বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা আর আজ শুক্রবার রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাগু এবং মনোনয়ন নেওয়া শুরু। এদিকে কলকাতা হাইকোর্টে আজ শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই ব্যাপারে মামলার শুনানি।

পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ জুলাই। একই সঙ্গে আজ শুক্রবার থেকে রাজ্যে কার্যকর হবে নির্বাচনী আচরণবিধি। 

নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার অঙ্গীকার করেছে। তবে বিরোধী দলগুলো আশঙ্কা প্রকাশ করছে, বিগত নির্বাচনের মতো এবারের নির্বাচনেও ব্যাপক সন্ত্রাস চালাতে পারে শাসক দল।


বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৯ থেকে ১৫ জুন পর্যন্ত মনোনয়ন পেশ করার সময় দেওয়া হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি।

প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত মনোনয়নের গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করতে হবে।‘ রাজ্য প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। এই বিষয়ে রাজ্য আগামী সোমবার তাদের সিদ্ধান্ত জানাবে। প্রধান বিচারপতি আরও বলেন, ‘নির্বাচন বন্ধ করার জন্য এই মামলাগুলি দায়ের হয়নি, শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কমিশনকে। আগামী সোমবার রয়েছে এই মামলার পরবর্তী শুনানি।

বুধবার নির্বাচন কমিশনার হয়েই বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা আর আজ শুক্রবার রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাগু এবং মনোনয়ন নেওয়া শুরু। এদিকে কলকাতা হাইকোর্টে আজ শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই ব্যাপারে মামলার শুনানি।

Journalist Name : প্রিয়শ্রী

Related News