রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ হাইকোর্টের

banner

#Pravati Sangbad Digital Desk:

বৃহস্পতিবার হাইকোর্ট রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিল। আদালতে ফের ধাক্কা খেল কমিশন। হাইকোর্টের নির্দেশে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশ যেন কার্যকর করা হয় জানিয়ে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ হাইকোর্টের গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। এর আগে সাতটি জেলায় বাহিনী মোতায়েনের নির্দেশ ছিল।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শেষের দিন রক্তাক্ত রাজ্য। উত্তর ও দক্ষিণবঙ্গে পর পর গুলিবিদ্ধ হয়ে একাধিক নিহত। পরিস্থিতি পর্যালোচনা করে কলকাতা হাইকোর্ট দিল রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ।


পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের পুনর্বিবেচনা চেয়ে কলকাতা হাইকোর্টেই মামলা দায়ের করেছিল রাজ্য নির্বাচন কমিশন। সংঘর্ষের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কমিশনকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন। তিনি বলেছিলেন গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেব।

বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর থেকে তৎপর রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, কোন কোন বুথ স্পর্শকাতর, কোন কোন অঞ্চল স্পর্শকাতর, রাজ্যের থেকে সেই তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। পুলিশ নিরাপত্তা মোতায়েনের আগে এই রিপোর্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

এ দিন হাইকোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনকে নিরাপত্তা নিয়ে হাইকোর্টের নির্দেশ কার্যকরী করতে বলার পরেই রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের থেকে দ্রুত রিপোর্ট চেয়েছে। জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে কথা বলে রাজ্যের তরফে এই স্পর্শকাতর অঞ্চল ও স্পর্শকাতর বুথের তালিকা চাওয়া হয়েছে। পাশাপাশি কোন কোন স্পর্শকাতর অঞ্চলের কোন কোন বুথে রাজ্য মনে করছে নিরাপত্তা দেওয়া বেশি প্রয়োজন তারও তালিকা পৃথকভাবে চাওয়া হয়েছে। এই পর্যালোচনার ওপরেই নির্ভর করে রাজ্য নির্বাচন কমিশন পুলিশই নিরাপত্তা মোতায়েনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কমিশনের আধিকারিকরা আশা করছেন আজ শুক্রবারের মধ্যেই এই রিপোর্ট কমিশনের হাতে এসে পৌঁছবে।

Journalist Name : প্রিয়শ্রী

Related News