‘পঞ্চায়েতে জয় ভোট দিয়ে হোক, লাশের সংখ্যা দিয়ে নয়।‘ – রাজ্যপাল

banner

#Pravati Sangbad Digital Desk:

কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোনও কথা নয়, কাজ হবে এবার… 

‘পঞ্চায়েতে জয় ভোট দিয়ে হোক, লাশের সংখ্যা দিয়ে নয়।‘  রাজ্যপাল আরও বলেন, 

“পঞ্চায়েতে ভোট গ্রহণের আগেই যেভাবে মৃতের সংখ্যা বাড়ছে তা ভয়াবহ। গুণ্ডা, সমাজবিরোধী, লম্পট, বাহুবলী, অন্ধকার জগতের শয়তান, বদমায়েশদের এই দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না। সংবাদমাধ্যমও যখন আক্রান্ত হচ্ছে, তখন বুঝতে হবে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে। মানে দেশের সংবিধান আক্রান্ত হচ্ছে। ‘শয়তানের খেলা শেষ হবে, শেষের শুরুটা হবে পশ্চিমবঙ্গে'… 

রাজ্যপাল আরও জানান, ”গণতন্ত্রে জনগণই শেষ কথা। নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করা তাদের অবিচ্ছেদ্য অধিকার। গণতান্ত্রিক নির্বাচনে হিংসার কোনও স্থান নেই। মানুষের শান্তি ও সম্প্রীতির অধিকার আছে।” তাঁর ভাষায়, ”  নির্বাচনের সময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলা। দুর্বৃত্ত ও দুষ্কৃতীদের যথাযথ শাস্তি দেওয়া হবে। বাংলা শান্তিপূর্ণ নির্বাচনের এক নতুন যুগের সাক্ষী হতে চলেছে। কলকাতা হাইকোর্ট সংশ্লিষ্ট সকলকে ভারতের সংবিধান অনুযায়ী তাদের দায়িত্ব পালনের নির্দেশ জারি করেছে। আদালতের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।”


এদিকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি।  বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন নওশাদ। নিরাপত্তার আশঙ্কার কথা বারবার সেই চিঠিতে উঠে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তাও চেয়েছেন তিনি। চিঠিতে উল্লেখ রয়েছে, ভাঙড়ের গত দু’দিনের হিংসার ঘটনাও। কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে এর আগে ২২শে মে অমিত শাহকে একটি চিঠি লিখেছিলেন নওশাদ।

প্রাক-নির্বাচন পর্বে এহেন হিংসাত্মক ঘটনায় হতবাক রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, ” এটা দেখে আরও অবাক, আরও বিস্মিত হচ্ছি যে মিডিয়াও দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত। নির্বাচনে জয় হয় ভোট গণনার উপর নির্ভর করে, মৃতদেহ গণনার উপর নয়। গুন্ডা, দুষ্কৃতীদের শাসন করতে দেওয়া হবে না। যখন সংবাদমাধ্যম আক্রান্ত, তখন ধরে নিতে হবে গণমাধ্যম আক্রান্ত। সংবিধান আক্রান্ত। এই শয়তানের খেলা শেষ হওয়া উচিত, শেষ হবে। শেষের শুরুটা হবে পশ্চিমবঙ্গে।”

Journalist Name : প্রিয়শ্রী

Related News