শেষ পর্যন্ত নির্বাচন কমিশনারের পদ থেকে কি সরে দাঁড়াতে হবে রাজীব সিনহাকে ?

banner

#Pravati Sangbad Digital Desk:

নির্বাচন কমিশনার রাজীব সিনহারকে নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু হল পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই । কারণ, রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে যোগদানের পর রিপোর্ট পাঠানো হয় রাজভবনে। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস তাতে সই না করেই ফেরৎ পাঠিয়ে দিয়েছেন। যে ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য।

শেষ পর্যন্ত নির্বাচন কমিশনারের পদ থেকে কি সরে দাঁড়াতে হবে রাজীব সিনহাকে। কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝে পড়ে কি শেষ পর্যন্ত পদ খোয়াবেন তিনি। এই নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। গতকালই রাজীব সিনহার নিয়োগ সংক্রান্ত কাগজ ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল।

কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েনের মাঝেই গতকাল হঠাৎ করে রাজ্যপালের একটি পদক্ষেপ নাটকীয় মোড় তৈরি করেছে। রাজ্যপাল গতকাল নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং লেটার ফিরিয়ে দেন। তারপরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি শেষ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে তাঁকে ইস্তফা দিতে হবে। যদিও রাজীব সিনহা বৃহস্পতিবার সকালেও জানিয়ে দিয়েছেন তাঁর কাছে কোনও চিঠি পৌঁছয়নি।


এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যপাল কি রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ খারিজ করতে পারেন। সংবিধান বিশেষজ্ঞদের একংশের মতে ইম্পিচমেন্ট প্রক্রিয়া ছাড়া নির্বাচন কমিশনারকে তাঁর পদ থেকে সরানো যায় না। এদিকে ভোটের আগে এই নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে আবার রাজ্যের বিরোধী দলনেতা আগে থেকে ক্যাভিয়েট দাখিল করে বসে আছেন। বাহিনী নিয়ে কমিশন সুপ্রিম কোর্টে যেতে পারে বলে আশঙ্কা করেই আগেই ক্যাভিয়েট দাখিল করেছেন তিনি। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ফের রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যেতে পারেন। তাই আগে থেকেই শুভেন্দুর এই ক্যাভিয়েট দাখিল।

Journalist Name : প্রিয়শ্রী

Related News