Flash news
    No Flash News Today..!!
Wednesday, May 15, 2024

প্রকাশিত NEET UG কাউন্সেলিং-এর দিনক্ষণ, জানুন বিস্তারিত

banner

#Pravati Sangbad Digital Desk:

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার ঘোষণা করা হল স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET UG ২০২১ -এর কাউন্সেলিং-এর দিনক্ষণ। ঘোষণা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। আগামী ১৯শে জানুয়ারি ২০২২ থেকে শুরু হতে চলেছে এই কাউন্সেলিং-এর রেজিস্ট্রেশন পর্ব। যে সকল পড়ুয়ারা NEET PG পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা মেডিক্যাল কাউন্সেলিং কমিটি বা MCC-র সরকারি ওয়েবসাইট mcc.nic.in-এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য নিজের টুইটার হ্যান্ডেলে এই কাউন্সেলিং-এর দিনক্ষণ প্রকাশ করেন। কাউন্সেলিং-এর বিস্তারিত দিনক্ষণ MCC-র ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে। চয়েজ লকিং ও সিট অ্যালটমেন্ট প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়েছে এই ওয়েবসাইটে। অল-ইন্ডিয়া কোটার ১৫ শতাংশ আসনে ছাত্র ভর্তি করা হবে এই কাউন্সেলিং পর্বের মাধ্যমে।
প্রথমে আগামী ১৯শে জানুয়ারি থেকে শুরু হবে রেজিস্ট্রেশন ও ফি জমা করার পর্ব। এই পর্বটি চলবে আগামী ২৪শে জানুয়ারি পর্যন্ত। এর মাঝেই ২০ জানুয়ারি থেকে ২৪শে জানুয়ারি পর্যন্ত নিজেদের চয়েজ ফিলিং/লকিং করতে পারবে পড়ুয়ারা। এরপর আগামী ২৭শে ও ২৮ শে জানিয়ারি সিট অ্যালটমেন্ট করা হবে। আগামী ২৯শে জানুয়ারি প্রকাশিত হবে ফলাফল। এরপর আগামী ৩০শে জানুয়ারি থেকে ৪ঠা ফেব্রুয়ারি রিপোর্ট করতে হবে পড়ুয়াদের।

৯ই ফেব্রুয়ারি থেকে ১৪ই  ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন ও ফি জমা করার পর্ব। এরপর হবে সিট অ্যালটমেন্ট পর্ব। ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি সিট অ্যালটমেন্ট করা হবে। ১৯শে ফেব্রুয়ারি ঘোষিত হবে ফলাফল। ২০ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট করতে হবে পড়ুয়াদের।

২৪শে ফেব্রুয়ারি থেকে মার্চের ১ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন ও ফি জমা করার পর্ব। এরপর ৩ থেকে ৭ মার্চের মধ্যে হবে চয়েজ ফিলিং ও লকিং পর্ব। এরপর ১০ ও ১১ই  মার্চ হবে সিট অ্যালটমেন্ট পর্ব। ১২ই  মার্চ ঘোষণা হবে ফলাফল। ১৩ থেকে ১৯ শে মার্চের মধ্যে পড়ুয়াদের রিপোর্ট করতে হবে। ২১য়ে মার্চ হবে সিট অ্যালটমেন্ট পর্ব। আগামী ২২শে মার্চ হবে ফলাফল ঘোষণা।

Journalist Name : Sayantika Biswas

Related News