‘‌কোভিড প্যাকেজের কথা বিবেচনা করুন’‌, প্রধানমন্ত্রীকে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী

banner

#Pravati Sangbad Digital Desk:

বৃহস্পতিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজস্থানের অশোক গেহলট, অসমের হিমন্ত বিশ্বশর্মা, পাঞ্জাবের চরনজিৎ চান্নি, পুদুচেরির ভি নারায়ণস্বামী, ত্রিপুরার বিপ্লব দেব, কর্নাটকের বাসবরাজ বোম্মাই, মিজোরামের জোরামথাঙ্গা রয়েছেন বৈঠকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও ছিলেন এই বৈঠকে। এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, 'ওমিক্রন ভ্যারিয়েন্টটি আগের ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত বিস্তার করছে। সবসময় সতর্ক থাকতে হবে। কিন্তু অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই।' তিনি আরও বলেন, এই উৎসবের মরশুমে জনগণ ও প্রশাসনের সতর্কতায় যেন কোনরকম ফাঁক না থাকে সেদিকেও দেখা হবে। কনটেনমেন্ট জ়োন বা মাইক্রো কনটেনমেন্ট জোনের ওপর এখন নজর দিতে হবে।
মুখ্যমন্ত্রীদের উদ্দেশে নরেন্দ্র মোদী বলেন, যেকোনও পদক্ষেপ নেওয়ার সময় মাথায় রাখতে হবে সাধারণ মানুষের জীবিকার ন্যূনতম ক্ষতি যেন না হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ দিক। সেই সঙ্গে বজায় রাখতে হবে অর্থনীতির গতি। 

এই বৈঠকে মুখ্যমন্ত্রী বারবার তুলে ধরেছেন রাজ্য সরকারের উদ্যোগের কথা। বাংলায় করোনাভাইরাস আছড়ে পড়েছে। তা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ অক্সিজেনের পরিকাঠামো তৈরি রাখতে চিঠি দিয়েছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার জন্য ভার্চুয়াল বৈঠক করেছেন। এবার সব রাজ্যের হয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কোভিড প্যাকেজের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, কেন্দ্র যদি কমপক্ষে ৫০ শতাংশ মানুষেরও দায়িত্ব নেয় তাহলে রাজ্যগুলিও অনেকটা কাজ করতে পারে।
মোদীকে ঠিক কী বলেছেন মমতা?‌ প্রধানমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‌করোনাভাইরাস মোকাবিলায় সব রাজ্যকেই বিপুল খরচ করতে হয়েছে। বাংলাও খরচ করেছে কয়েক হাজার কোটি টাকা। ২০২০ সাল থেকেই পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে রাজ্য সরকারকে। স্বাস্থ্য পরিকাঠামো থেকে মানুষের জীবন–জীবিকা সুরক্ষিত রাখাতে হয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে পরিকাঠামো বাড়ানোর দায়িত্ব চলে আসে রাজ্যের উপরে। কিন্তু কেন্দ্রের কাছ থেকে পাওয়া গিয়েছে মাত্র কয়েকশো কোটি টাকা। এই পরিস্থিতিতে বাংলাসহ প্রতিটি রাজ্যের জন্যই কোভিড প্যাকেজের কথা বিবেচনা করুন প্রধানমন্ত্রী।’‌

এই বৈঠকে মুখ্যমন্ত্রী বারবার তুলে ধরেছেন রাজ্য সরকারের উদ্যোগের কথা। হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্য পরিকাঠামোয় রাজ্যের উদ্যোগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এখনও প্রস্তুত রয়েছে ৬৫ হাজার নতুন শয্যা বলে জানান তিনি। রাজ্য সরকার সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তাই কোভিড প্যাকেজ পেলে আরও কাজ করা সম্ভব বলে তিনি মনে করেন।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, অর্থনীতি যাতে সচল থাকে তাই নানা প্রকল্প এনেছে রাজ্য সরকার। আর মানুষের জীবন–জীবিকার স্বার্থে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। বাংলার অন্তত ১০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন–সামগ্রী দিচ্ছে তাঁর সরকার। তাই অন্যান্য রাজ্য–সহ বাংলাকে কোভিড প্যাকেজ দেওয়ার আর্জি জানান তিনি।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। গতকালই এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৯৪ হাজার ৭২০। অর্থাৎ একদিনেই ২৭ শতাংশ বৃদ্ধি হয়েছে দৈনিক সংক্রমণে। ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৮৮। রাজ্যে সংক্রমণের ভিত্তিতে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্রের নাম। গত ২৪ ঘণ্টায় নতুন করে মহারাষ্ট্রে ৮৬ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। বর্তমানে এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৭ জন। কেরলেও হঠাৎ বৃদ্ধি হয়েছে ওমিক্রন সংক্রমণ। কেরলে একদিনেই ৭৯ জন আক্রান্তের খোঁজ মিলেছে।

Journalist Name : Sayantika Biswas

Tags:

Related News