করোনার পজিটিভিটি রেট কমলো – স্কুল,কলেজ খোলার নির্দেশ

banner

#Pravati Sangbad Digital Desk:

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার টপকানোর চার দিনের মাথায় তৃতীয় ঢেউয়ের শিখর ছুঁয়েছিল রাজ্য। ৯ই জানুয়ারী সেই শীর্ষবিন্দু (২৪,২৮৭) থেকে আবার ১০ হাজারের নিছে নেমে আসতে সময় লাগলো ১২ দিন। সেই সঙ্গে কিছুটা হলেও উন্নতি ঘটলো পজিটিভিটি রেটের।
শুক্রবার স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিন বলেছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৯,১৫৪ জন আক্রান্ত হয়েছেন। কিন্তু উদ্বেগ বাড়িয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ওমিক্রনের সংক্রমণ বাড়ল প্রায় ৩.৭ শতাংশ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৫০। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৫৮ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৩,৪৭,২৫৪ জন। যা তৃতীয় ওয়েভে এখনও পর্যন্ত সব থেকে বেশি। সেই সঙ্গে শুক্রবার বেশি  ছিল দৈনিক মৃত্যুর সংখ্যায়ও।  
করোনার তৃতীয় ঢেউ শুরু হতেই স্কুল – কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার করোনা আবহের মধ্যেই শিক্ষা দফতরের তরফে স্কুল খোলা নিয়ে মুখ্যসচিবের কাছে প্রস্তাব দেওয়া হল। করোনার বৃদ্ধির কারণে নতুন বছরের শুরুতেই নানা ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ হয়েছিল। কিন্তু বর্তমানে সেই সমস্ত নিয়ম শিথিল হয়েছে। কিন্তু স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এখনও লাগু রয়েছে করোনা বিধি। তার ফলে পড়াশুনা শিকেয় উঠেছে। এই অবস্থায় বিভিন্ন দিক থেকে দাবি উঠেছে, অবিলম্বে খোলা হোক স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়। শুরু হোক পঠনপাঠন।
স্কুল-কলেজসহ যাবতীয় শিক্ষা – প্রতিষ্ঠান খোলার দাবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন আলোচনার বিষয় যদি ২০০ জন আমন্ত্রিত নিয়ে বিয়ে বাড়ি হতে পারে, মেলা–উৎসব হতে পারে, শপিংমল, পার্ক খুলতে পারে তাহলে কেন স্কুল খুলতে পারে না! কেন আবার পঠন-পাঠন শুরু হতে পারে না?

করোনার পজিটিভিটি রেটের হ্রাসের কারণে বিশেষজ্ঞরা বলছেন, আশা করা যায় এবার রাজ্যে করোনা পরিস্থিতির তাৎপর্যপূর্ণ উন্নতি হচ্ছে। এইরকম ধারণা বজায় থাকলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফের হাজারের নিচে চলে আসতে পারে বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা। আর এই পরিস্থিতির দিকে তাকিয়েই রাজ্যে স্কুল খোলার তোড়জোড় শুরু হয়েছে। মুখ্যসচিবের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে-স্কুলগুলিকে অবিলম্বে খোলার জন্য। গোটা দেশের মধ্যে মহারাষ্ট্র সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছিল। সেই মহারাষ্ট্র সরকারকেও স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এবার সেই পথেই হাঁটছে বাংলার স্কুল-কলেজগুলি।
নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে পারে। এখনও পর্যন্ত সুত্রের খবর অনুযায়ী, ২০২২ এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা অফলাইনেই হবে। নবান্নর চিকিৎসকদের সাথে আলোচনা করে সবুজ সংকেত পেলেই স্কুল খুলে দেওয়া হবে– এমনটাই খবর পাওয়া যাচ্ছে সংবাদ মাধ্যমের তরফে।
অন্যদিকে, করোনার হানা ভারতের জুনিয়র দলে, বিশ্বকাপে সুযোগ পেলেন ঈশান পোড়েলের ভাই অভিষেক পোড়েল। বাংলার পেসার ঈশান নিজেও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছেন। এদিকে, করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্যাপ্টেন যশ ধুল-সহ আরও ৬ জন ক্রিকেটার। সহ-অধিনায়ক শেখ রাশিদ, আরাধ্যা যাদব, ভাসু ভটস, মানভ পারেখের শরীরে থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। এই করোনার মধ্যেই শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। মূলপর্ব বা সুপার ১২-এর ম্যাচ শুরু ২২শে অক্টোবর। এবারের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যাডের মধ্যে ম্যাচ দিয়ে সিডনিতে কুড়ি–বিশের বিশ্বকাপ শুরু। ফাইনাল হবে ১৩ই নভেম্বর।
৮৫ বছর পর দেশের সবচেয়ে পুরনো আর ঐতিহ্যশালী টুর্নামেন্ট, করোনার বাড়বাড়ন্তের জন্য আগের মরসুমে বন্ধ ছিল।  আর এবারেও করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় স্থগিত করা হয়। ১৩ই জানুয়ারি থেকে হবে রঞ্জি ট্রফি এমনটাই সূচি ছিল। ২০শে মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। কিন্তু করোনার জন্য তা স্থগিত করা হয়। দেশের সমস্ত রাজ্যের ক্রিকেটারদের মধ্যে এখন আলোচনার বিষয়, রঞ্জি ট্রফির ভবিষ্যৎ কি? ভারতীয় বোর্ডের কর্তাদের যেটুকু ইঙ্গিত, তাতে এখনও টুর্নামেন্ট করার কথা ভাবা যাচ্ছে না।  

Journalist Name : Aditi Sarker

Tags:

Related News