৭মার্চ থেকে মাধ্যমিক, ২এপ্রিল শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষা হবে হোমসেন্টারেই

banner

#Kolkata:

২০২২ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হল। এবার হোম সেন্টারে হমে দুটি পরীক্ষাই। ২০২২ সালে মার্চ পরীক্ষা শুরু হবে ৭ মার্চ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ২ এপ্রিল থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হলেও মাধ্যমিক পরীক্ষা আগের মতই হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি

নিজের স্কুলেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা, সূচি ঘোষণা সংসদের

মধ্যশিক্ষা পর্ষধের পক্ষ থেকে জানানো হয়েছে কোভিড বিধি মেনে ৭ মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। স্কুলে স্কুলে টেস্ট পরীক্ষা নেওয়ার বন্দোবস্তও করা হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। কোভিড বিধি মেনে বাড়ানো হবে মাধ্যমিক পরীক্ষার সেন্টার। ডিসেম্বর মাসের শেষের দিকে টেস্ট পরীক্ষা নেওয়া হবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষারও দিন ঘোষণা হয়ে গেল আজ। ২ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কোভিড বিধি মেনে নিজ নিজ স্কুলেই অর্থাৎ হোম সেন্টারে হবে পরীক্ষা। ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ২০ এপ্রিল।

৭ মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনেই প্রথম ভাষা। ৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৯ মার্চ ভূগোল পরীক্ষা। ১১ মার্চ ইতিহাস পরীক্ষায ১২ মার্চ জীবন বিজ্ঞান পরীক্ষা। ১৪ মার্চ অঙ্ক পরীক্ষা। ১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা। এবং ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। অর্থাৎ ১৬ তারিখের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। করোনা পরিস্থিতির কারনে গত বছরের মাধ্যমিক পরীক্ষা হয়নি। যদিও ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২এপ্রিল থেকে শুরু হলেও ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে প্র্যাক্টিকাল পরীক্ষা। ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলবে প্র্যাক্টিকাল পরীক্ষা। আগে থেকেই স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হবে সবকিছু। ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোট ৫৬ টা বিষয়ের উপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। প্র্যাক্টিকাল পরীক্ষাগুলি স্কুলই পরিচালনা করবে। তার জন্য সংসদ থেকে কোনও আলাদা প্রশ্ন পাঠানো হবে না। আগেরবার যেমন টপিক দিয়ে দেওয়া হয়েছিল, এবারও উচ্চ মাধ্যমিক সংসদ ওয়েবসাইটে দিয়ে দেবে। স্কুলগুলি নির্ধারিত টপিকের উপর প্রশ্ন করবে। তার ভিত্তিতে প্র্যাক্টিক্যালের মূল্যায়ণ হবে। 

Journalist Name : Priyasree Konar

Related News