স্কুল কবে খুলবে তা জানালেন শিক্ষামন্ত্রী

banner

#Pravati Sangbad Digital:

স্কুল-বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে এবার সরব হল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বিষয়টির উপর নজর রাখছেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য এবার চায় ধাপে ধাপে স্কুল খুলুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, করোনা সংক্রমণ বৃদ্ধি না, বারবার স্কুল খুলে বন্ধ না করে,  কিভাবে স্থায়ী ভাবে স্কুল খোলা যায়। তিনি বলেন, “আমরা পুরো স্কুল খুলে দেওয়ার পক্ষে”।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার বলেন, “বিদ্যালয় শিক্ষা দপ্তরের উপর এটা পুরোপুরি নির্ভর করে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টির উপর নজর রাখছেন।” আর এরই মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের পড়ুয়াদের বিকল্প পাঠদানে মুখ্যমন্ত্রীর নতুন উদ্যোগে “পাড়ায় শিক্ষালয়”। রাজ্যে এই উদ্যোগের শুভ উদ্বোধন শুরু হবে ৭ ই ফেব্রুয়ারি।
২০২১ সালের নভেম্বর মাসে স্কুল-বিশ্ববিদ্যালয় খোলার পর করোনার তৃতীয় ঢেউ-এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি আবার বন্ধ করে দেওয়া হয়। তবে এখন করোনা পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে স্কুল খোলার কথা বিবেচনা করছে রাজ্য সরকার। সোমবার “পাড়ায় শিক্ষালয়” প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, কবে স্কুল খুলবে? উত্তরে ব্রাত্য বসু বলেন, “বিদ্যালয় শিক্ষা দপ্তরের উপর এটা পুরোপুরি নির্ভর করেনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টির উপরে সম্পূর্ণ নজর রাখছেন। তিনিও স্কুল খোলার পক্ষে। তবে করোনা সংক্রমণ না বাড়িয়ে, বারবার স্কুল খুলে বন্ধ না করে, স্থায়ীভাবে স্কুল খোলার কথা তিনি ভাবছেন। আমরা পুরো স্কুলই ধাপে ধাপে খুলে দেওয়ার পক্ষে।” কেন্দ্রীও প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, “করোনা পরিস্থিতির মধ্যেও নানা পর্যালোচনা করে বহু রাজ্যে খুলছে স্কুল।” রাজ্যও এবার সেই পথে হাঁটছে।

এই “পাড়ায় শিক্ষালয়” কি হবে? শিক্ষামন্ত্রী জানান, শিক্ষকরা সেখানে ছোটো ছোটো পড়ুয়াদের সামাজিক সহায়তার কথা শেখাবেন। একসঙ্গে মিলেমিশে থাকার শিক্ষা দেবেন। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিষ্কার-পরিছন্নতা সম্পর্কে শিক্ষা দেওয়া হবে। লেখালেখি ও সংখ্যা চেনানো হবে পড়ুয়াদের। সাংস্কৃতিক পরিমণ্ডলে সঙ্গিত, নৃত্য, অঙ্কন এর মত শিক্ষাও দেওয়া হবে। এর পাশাপাশি আরও শেখানো হবে খেলাধুলা। তবে এই পুরোটাই সেই শিক্ষার্থীদের জন্য যারা সরকারি স্কুলে পড়াশুনা করে। তাহলে বেসরকারি স্কুলে যারা পড়ে তারা কি করবে? এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “ওরা সরাসরি আমাদের অধীনস্থ নয়। আমরা ওদের পরামর্শ দিতে পারি। বেসরকারি স্কুলগুলি যদি পাড়ায় শিক্ষালয় অংশগ্রহণ করতে চায়, তাহলে কোন অসুবিধা নেই।”

বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা বলছেন, উদ্যোগটা ভালো। তাদের মতে, পার্কের সংখ্যা কম। সেক্ষেত্রে স্কুলের মাঠে করা যেতে পারে। শিক্ষক নেতা নবকুমার কর্মকারের মতে, “রাজ্য সরকারি তথ্যে করোনার সংক্রমণ নিম্নমুখী। দেশের বেশির ভাগ রাজ্যই শিক্ষা প্রতিষ্ঠানে পঠনপাঠন শুরু হয়েছে। এ রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নেওয়া হোক।”

Journalist Name : Aditi Sarker

Tags:

Related News