Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 7, 2024

ব্রহ্মার নতুন পরিচয় নিয়ে এবার হাজির হলেন গায়ক রূপম ইসলাম

banner

#Pravati Sangbad Digital Desk:

রূপম ইসলাম একজন ভারতীয় বাঙালী গায়ক, গীতিকার, সঙ্গীত রচয়িতা এবং লেখক। তিনি জনপ্রিয় বাংলা রক ব্যান্ড ফসিলের প্রধান কণ্ঠশিল্পী। তিনি জনপ্রিয়তা অর্জন করেন প্রধানত তাঁর একক অ্যালবাম এবং ফসিল এর সদস্য হিসেবে তাঁর কাজের মাধ্যমে। তিনি অসংখ্য বাংলা চলচ্চিত্রে একজন প্লেব্যাক গায়ক, সঙ্গীত পরিচালক এবং গীতিকার হিসেবে কাজ করেছেন এবং হিন্দি ও তেলেগু চলচ্চিত্রেও কণ্ঠ দিয়েছেন। তিনি বিভিন্ন বাংলা টেলিভিশন সোপ, ওয়েব সিরিজ এবং বিজ্ঞাপনের জন্য গান করেছেন। ২০১০ সালে, তিনি বাংলা চলচ্চিত্র ‘মহানগর কলকাতা’-এ কাজের জন্য শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক গায়কের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি বাংলা সঙ্গীত একাডেমীর (পশ্চিমবঙ্গ সরকার) এর সদস্য হিসেবেও পরিচিত।
‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’? সোমবার দুপুরে প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে বিশিষ্ট গায়ক রূপম ইসলামের একটি উপন্যাস প্রকাশক দীপ প্রকাশন, সাংবাদিক গৌতম ভট্টাচার্য এবং দীপাংশু মন্ডলের উপস্থিতিতে উন্মোচন করা হয়। এর আগে রূপম ইসলাম বিশ্বরূপম, রকস্টার, ই টু আমি, রূপম অন দ্য রকস এবং আরও অনেকের মতো সংগীত লিখেছেন। এই প্রথম গায়ক একটি উপন্যাস লিখতে চেষ্টা করেছেন।
উপন্যাসটি একজন মনোবিজ্ঞানী ব্রহ্মা ঠাকুরকে নিয়ে। তিনি একজন অনন্য মানুষ। যদি তার শত্রু তাকে একটি বন্দুক দেখায় তবে সে তাদের কাছ থেকে বন্দুকটি নিয়ে যায় এবং এমনকি তাদের ফিরিয়ে দেয়। ফলে তার শত্রু বিভ্রান্ত হয়ে পড়ে। এমনকি তারা তাকে বন্দুক দিয়ে গুলিও করতে পারে না। কিন্তু কেন এমন হয়? তার কাছে কিছু গোপন অস্ত্র রয়েছে। ওইগুলো কি? বইটিতে সেটাই উল্লেখ করা হয়েছে।
রূপম ইসলাম প্রকাশ করেছেন যে তাঁর প্রিয় লেখক হলেন সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং হুমায়ূন আহমেদ। তিনি তাদের দ্বারা অনেক প্রভাবিত হয়েছেন। সত্যজিৎ রায় বা সুনীল গঙ্গোপাধ্যায় কেউই নিজেদের লেখা শুরু করেননি। তারা অন্যান্য কারণে লিখতে শুরু করেন। রূপম ইসলাম আগে থেকেই সঙ্গীত বিষয়ক লেখালেখি করছিলেন তাই উপন্যাস লিখতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

তিনি আগে থেকেই একটি স্বনামধন্য বাংলা পত্রিকায় গল্প লিখছিলেন। যেগুলো পাঠকদের মধ্যে খুবই জনপ্রিয়। গায়ক ভেবেছিলেন যে এখনই একটি উপন্যাস লেখার উপযুক্ত সময়। আর তাই তিনি ব্রহ্মা ঠাকুরকে নিয়ে উপন্যাস লিখে ফেলেছেন। একটি বিখ্যাত গানের নাম অনুসারে এই উপন্যাসের নাম। 'আমি তোমার চোখের কালো চাই...' এই গানের একটি লাইন "অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?"
রূপম ইসলাম বলেন, "এর আগে আমার সঙ্গীত বিষয়ক চারটে বই প্রকাশিত হয়েছে। একজন সঙ্গীতশিল্পী, সঙ্গীত নিয়ে বই লিখবে সেটাই তো স্বাভাবিক। তবে আমি মনে করি, আমার মধ্যে একটা লেখক সত্ত্বা আছে। আমি একটা সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমার এই সত্ত্বাকে অন্য একটা খাতে বইয়ে দেওয়ার জন্য।“
প্রকাশনা সংস্থার মতে- বইটির ১২০০টি কপি ইতিমধ্যেই প্রি-বুক করা হয়েছে যেটি একটি রেকর্ড। এতে রূপম ইসলামও বেশ খুশি। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁর নিজের পুরনো (‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’)গানটি গেয়ে দর্শকদের মনোরঞ্জন করেন তিনি। এবং আশা করেন তাঁর এই উপন্যাস সবাই পড়বেন। 

Journalist Name : Nabanita Maity

Tags:

Related News